Print Date & Time : 11 May 2025 Sunday 10:04 pm

কুমারখালীতে আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালী ও আলোচনা সভা

জাকের আলী শুভ: অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে যথাযথ মর্যাদায় আন্তজার্তিক নারী দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে (৮ মার্চ) শনিবার বেলা ২টায় কুমারখালী উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় ও কুমারখালী পৌরসভার আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়, র‌্যালীটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম।

অনুষ্ঠানে নারীদের অগ্রগতি ও নারীর ক্ষমতায়নে অভাবনীয় সফলতা নারী অধিকার সম্পর্কে আরো সচেতন হওয়ার আহবান জানান বক্তারা। সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, কুমারখালী পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, কিশোর-কিশোরী ক্লাবের সদস্য, জেন্ডার প্রমোটর ও শিক্ষক/শিক্ষিকা, উপজেলার নারী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা।