কুমারখালী কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে আর্ট ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
ড. আবু নাসের ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার সকালে শিলাইদহের কুঠিবাড়িতে আর্ট ক্যাম্প ও চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।
ড. আবু নাসের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন ড. মো. আবু নাসেরের সভাপতিত্বে আর্ট ক্যাম্প উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আযহারুল ইসলাম চঞ্চল।
বিশেষ অতিথি ছিলেন আর্ট বাংলা ফাউন্ডেশন এর মহাপরিচালক হারুন-অর-রশিদ টুটুল, অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, রেজা আসাদ আল হুদা অনুপম, সহ অনেকে উপস্থিত ছিলেন।
Discussion about this post