Print Date & Time : 12 September 2025 Friday 4:11 pm

কুমারখালীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি থেকে ৩৯ পিছ ইয়াবাসহ বকুল মোল্লা ও নুরুল ইসলাম নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পান্টি ক্যাম্প পুলিশ।

মঙ্গলবার আনুমানিক রাত ১২ টার দিকে পান্টি ইউনিয়ন এর চুন্নু মোড় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পান্টি ক্যাম্প ইনচার্জ এস আই বাবর আলী সঙ্গীয় ফোর্সসহ পান্টি কলেজ সংলগ্ন চুন্নু মোড় এলাকায় মাদক নিরোধন অভিযান চালায়। এ সময় বকুল মোল্লা ও নুরুল ইসলাম নামের দুজন মাদক ব্যবসায়ীকে ৩৯ পিছ ইয়াবাসহ আটক করা হয়।

কুমারখালী থানার ওসি মো.মহসীন হোসাইন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নের লক্ষে কুমারখালীতে মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। তারই প্রেক্ষিতে ইয়াবাসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২ মে ২০২৩