ছাব্বির হোসেন কুমারখালীঃ কুষ্টিয়ার কুমারখালীতে ৯০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৭ পুরিয়া হিরোইনসহ রাজন নামের এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার চাপড়া ইউনিয়ন ছেঁউরিয়া মন্ডল পাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের একটি আভিযানিক দল তাকে আটক করেন। তিনি ওই এলাকার মান্নানেরর ছেলে। এসংক্রান্ত মামলা কুমারখালী থানায় প্রক্রিয়াধীন রয়েছে।
এতথ্য নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের পরিচালক মোঃ বেলাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ছেঁউরিয়া এলাকায় অভিযান চালিয়ে রাজন নামের এক যুবককে আটক করা হয়। এসময় তাঁর বাড়ি থেকে ৯০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৭ পুরিয়া ইরোইন উদ্ধার করা হয়েছে। এ সংক্রমান্ত মামলা কুমারখালী থানায় প্রক্রিয়াধীন রয়েছেন।
তিনি আরো বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post