কুমারখালী প্রতিনিধি ॥ কুমারখারীর পান্টি মাধ্যমিক বিদ্যালয়ের ২০০৩ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠিত সেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার সেবা ফাউন্ডেশেন‘। সংগঠনটির কয়েক বছর ধরেই নানা সামাজিক কাজ করে বেশ আলোচনায় রয়েছে। ইতিমধ্যেই কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি, যদুবয়রা, বাগুলাট, চাঁদপুর, চাপড়াসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে মনবতার সেবা ফাউন্ডেশন নামক সংগঠনটি। গতকাল পান্টি বাজারেরর নওশের মোড়স্থ্য পপি মার্কেটে সংস্থার কার্যালয়ে অসহায়, বৃদ্ধ, বিধবা ও দুস্থ্যদের মাঝে কম্বল বিতরনের উদ্বোধন করেন সংগঠনটির সদন্যবৃন্দ। কম্বল বিতরনের সময় যদুবয়রা হাইস্কুল, নাতুরিয়য়া বালিকা বিদ্যালয়, গোবরা দাখিল মাদ্রাসার কিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য সংগঠনটি এর আগে কোভিড পরিস্থিতিতে দুস্থদের অক্সিজেন সিলিন্ডার সহায়তা , প্যারালাইজড রোগীর জন্য বিনামূল্যে হুইলচেয়ার সহায়তা সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সহায়তায় বন্যায় বানভাসি মানুষের জন্য জরুরী খাবার সংকট নিরসনকল্পে ত্রানসামগ্রী বিতরন সহ নানা সামাজিক কাজ করে যাচ্ছে। আর এমন কাজে সাধুবাদ জানিয়েছে সাধারন মানুষ।

Print Date & Time : 4 July 2025 Friday 3:46 pm