Print Date & Time : 24 August 2025 Sunday 4:19 pm

কুমারখালীতে কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে নির্বাচনের সরঞ্জাম

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ  কুমারখালীতে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণের সব প্রস্তুতি নেয়া হয়েছে। এরই মধ্যে কুমারখালী উপজেলার ১০০টি কেন্দ্রে ব্যালট পেপার ব্যতীত নির্বাচনী সরঞ্জাম পাঠিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।

সোমবার (২০ মে) দুপুর থেকে কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানোর তোড়জোড় শুরু হয়। তবে নিরাপত্তা ও স্বচ্ছতার বিষয়টি বিবেচনায়  রেখে ভোটকেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে মঙ্গলবার অর্থাৎ ভোটের দিন সকালে।

এছাড়া উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ অবাধ ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

এবারে কুমারখালী উপজেলায় মোট ভোটার সংখ্যা ২,৮৬,৮২৯ যার মধ্যে  পুরুষ ভোটার সংখ্যা ১,৪৪,৯৯৫ জন এবং মহিলা ভোটার রয়েছে ১,৪১,৮৩১ জন এছাড়াও হিজড়া ভোটার রয়েছে ৩ জন। 

উপজেলায় মোট ২ জন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতা করছেন। এরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান খান এবং সাবেক সংসদ দম্পতি মরহুম আবুল হোসেন তরুণ ও বেগম সুলতানা তরুণের সন্তান গোলাম মুর্শেদ পিটার।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৫ জন পুরুষ ও নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা  করছেন আরও ৩ জন। সব মিলিয়ে এবারের উপজেলা পরিষদ নির্বাচনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বী করছেন।

ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপ কে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন কুমারখালী থানা পুলিশ। 

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২০ মে ২০২৪