Print Date & Time : 23 August 2025 Saturday 10:50 pm

কুমারখালীতে গ্রামপুলিশদের ইউনিফর্ম ও সরঞ্জামাদি বিতরণ 

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুমারখালীতে গ্রাম আদালত বিষয়ক ওরিয়েন্টেশনে অংশগ্রহণকারী ইউনিয়ন পরিষদের ১১০ জন গ্রামপুলিশের মাঝে নতুন ইউনিফর্ম, লাঠি, বাঁশি ও ছাতা বিতরণ করা হয়েছে।

রবিবার (২রা জুন) সকালে উপজেলা সভাকক্ষে আয়োজিত স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতাধীন ওরিয়েন্টেশনের বাস্তবায়ন সহযোগী সংস্থা ওয়েব ফাউন্ডেশন প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম এর সভাপতিত্বে গ্রামপুলিশ সদস্যদের মাঝে এ সমস্ত উপকরণাদি এবং এ সময় উপস্থিত সদস্যদেরকে বিভিন্ন নির্দেশনাও প্রদান করেন।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২ জুন ২০২৪