কুষ্টিয়ার কুমারখালীতে বিয়ের চার মাসের মাথায় গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলের দিকে ওই গৃহবধূ বিষপানে মারা গেলে ময়নাতদন্তের পর শুক্রবার তাকে দাফন করা হয়েছে। এদিকে গৃহবধূর পরিবার ও স্থানীয়দের দাবী গৃহবধূকে পিটিয়ে হত্যা করে তার স্বামী মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে প্রমাণ করার চেষ্টা করছে।
নিহত গৃহবধূ চট্টগ্রামের লোহাগড়া থানার আমিরাবাদ গ্রামের আব্দুল খালেকের মেয়ে সুলতানা (১৭)।
স্থানীয়রা জানান, প্রায় ৪ মাস পূর্বে কুমারখালী বাগুলাট ইউনিয়নের মধুপুর গ্রামের মোকাদ্দেস মোল্লার ছেলে জসিম মোল্লা (২০) চট্টগ্রাম থেকে সুলতানাকে নিয়ে এসে কুমারখালী বাটিকামারা গ্রামের রেজমত ড্রাইভারের বাড়ি ভাড়া নেয়। সেখানে ২ মাস থাকার পর অন্যান্য ভাড়াটিয়াদের সন্দেহ হওয়ায় তাদের বিয়ের কাবিন দেখতে চাইলে সকালে দেখাবে বলে রাতেই সকলের অগোচরে জসিম পালিয়ে তার নিজ বাড়ি মধুপুরে সুলতানাকে নিয়ে যায়। এবং বাড়িতে যাবার দেড় মাসের মাথায় বৃহস্পতিবার দুপুরে সুলতানা বিষ খেয়েছে বলে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা আরো জানান জসিম ইতিপূর্বে আরো তিনটি বিয়ে করেছে তাদের মধ্যে একজন মারা গেছে এবং অপর দু’জনের খোঁজ তারা জানেন না।
নিহত গৃহবধূর বাবা আব্দুল খালেক জানান, তিনি একজন রিকশা চালক কয়েক মাস আগে জসিম তার মেয়েকে ফুসলিয়ে নিয়ে চলে আসে। বুধবার বিকেলে মোবাইল ফোনে তার সাথে সুলতানার কথা হয়। সেমসয় সুলতানা তার সাথে খুব সুন্দরভাবে কথা বলে। বৃহস্পতিবার জসিম ফোন দিয়ে জানায় তার মেয়ে বিষপানে আত্মহত্যা করেছে। তিনি আরো জানান, মৃত্যুর সংবাদ পেয়ে মেয়েকে দেখতে আসলে জসিমের পরিবার তাদেরকে এলাকাবাসীর সাথে কথা বলায় বাধা সৃষ্টি করে। তার মেয়েকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবী করেন।
কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম জানান, গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের পর তার স্বামীর কাছে হস্তান্তর করা হয়েছে। রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে ইউডি মামলা হয়েছে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৬ সেপ্টেম্বর ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post