Print Date & Time : 24 August 2025 Sunday 5:22 pm

কুমারখালীতে জমি-জমা সংক্রান্ত বিরোধ সহিংসতায় আহত ৪

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীর বাগুলাট ইউনিয়নে ইউপি সদস্যের বিরুদ্ধে একই পরিবারের চারজনকে মারধরের অভিযোগ উঠেছে।

বুধবার (১৭ই এপ্রিল) সকাল সাড়ে দশটায় ইউনিয়নের দুধকুমড়া গ্রামে এই ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন পরিবারের তিন সদস্য  মৃত আবুল হোসেনের পুত্র, মকবুল হোসেন (৬৫), আফজাল হোসেন(৪২), আজিজুর রহমান টিক্কা (৩৬) এবং ভাতিজা রুবেল হোসেন (৩২) নামে আরো এক জন।

ভুক্তভোগী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, পূর্ব বিরোধের জেরে একই গ্রামের বাসিন্দা ও সম্পর্কে চাচাতো ভাই শাহিন শেখ জোরপূর্বক তাদের মালিকানাধীন জমির ভেতর দিয়ে পয়-নিষ্কাশনের পানির পাইপ দিতে চাইলে তারা বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মেম্বার ও তার সহযোগী তিজারত বিশ্বাস, লিয়াকত আলী, জাহাঙ্গীর, আলম শেখ, সাইদুল বিশ্বাস, পল্টু, বসারত সহ আরো বেশ কয়েকজন মিলে অকথ্য ভাষায় গালিগালাজ এবং পরবর্তীতে দেশীয় অস্ত্র (হাসুয়া, চাইনিজ কুড়াল, চাপাতি, বেকী,রড, হাতুড়ি) নিয়ে তাদের উপর হামলা চালান। এতে তিন ভাই সহ এক ভাতিজা গুরুতর আহত হয়।

 এ সময় বাড়ির গেটসহ অন্যান্য জিনিসপত্র ও ভাঙচুর করে হামলাকারীরা।

খবর পেয়ে পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। 

এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতাল, কুষ্টিয়াতে রেফার্ট করেন দায়িত্বরত চিকিৎসক।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আকিবুল ইসলাম ঘটনা সম্পর্কে বলতে গিয়ে জানান,জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে মারামারির ঘটনা ঘটেছে মর্মে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের গ্রেপ্তার সহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৭ এপ্রিল ২০২৪