Print Date & Time : 14 September 2025 Sunday 9:00 pm

কুমারখালীতে জমি নিয়ে সংঘর্ষে আহত ৬

কুমারখালী প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে জমি বিষয়ক বিরোধে সংঘর্ষে দু’পক্ষের ৬ জন আহত হয়েছেন।

শনিবার সকালে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দয়ারামপুর গ্রামে এঘটনা ঘটে।আহতরা হলেন, জামাল উদ্দিন (৫০), আশরাফুল ইসলাম (২৫), সিদ্দিক (৩৫), আকাশ (২০), কবিতা খাতুন (২৮), রেহেনা খাতুন (৬০)।

জানা যায়, দীর্ঘদিন যাবত জগন্নাথপুর ইউনিয়নের দয়ারামপুর গ্রামে জামাল উদ্দিন ও সিদ্দিকের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিলো। তারই জের ধরে প্রায় ১ মাস আগে সিদ্দিক সহ তার পরিবারের লোকজন জামাল উদ্দিনের বাড়িঘর ভাংচুর করে।
এ ঘটনায় কুমারখালী থানায় শালিসি বৈঠকের মাধ্যমে সমাধান করা হয়।
শনিবার সকালে জামাল উদ্দিন তার ক্ষতিগ্রস্থ বাড়িঘর মেরামত করতে গেলে জামাল উদ্দিন সহ তার পরিবারের লোকজন এসে হামলা চালালে দু’পক্ষের ৬ জন আহত হয়।
আহতদের মধ্যে ২ জনকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয় এবং বাকিদের অবস্থা আশংকাজনক হওয়ায় কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান শেখ জানান, জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৬ জন আহত হয়েছেন। এঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।