কুমারখালি প্রতিনিধি: সারাদেশের ন্যায় কুষ্টিয়ার কুমারখালীতে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস-২০২৪ পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য “সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো”।
শনিবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল হক’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৮ কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কুমারখালী, মোঃ আমিরুল আরাফাত, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদ আল মামুন, অফিসার উনচার্জ মোঃ আকিবুল ইসলাম, ডাঃ মোঃ আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
এছাড়া বীর মুক্তিযোদ্ধা, উপজেলার অন্তর্গত ইউনিয়ন পরিষদের চেযারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
কুমারখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন তার স্বাগত বক্তব্যে জানায়, প্রতিবছর এই দিনে জাতীয় ভোটার দিবস পালিত হয়ে থাকে। এদিন সারাদেশের ভোটার তালিকা প্রকাশ করা হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী কুমারখালী উপজেলার মোট ভোটার ২ লক্ষ ৮৬ হাজার ৭৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৪৪ হাজার ৯৫৮ জন, নারী ভোটার ১ লক্ষ ৪১ হাজার ৮০৪ জন, এবং তৃতীয় লিঙ্গের ভোটার ০৩জন। নতুন ভোটার হওয়া এবং ভোটার তথ্য সংশোধন সংক্রান্ত কার্যক্রমগুলো গুরুত্বের সাথে করে যাচ্ছে নির্বাচন অফিস।
বক্তারা বলেন, ভোটার হওয়া এবং ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই একজন নাগরিক দেশের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে থাকে। তাই যোগ্যতাসম্পন্ন প্রত্যেক ব্যক্তিকে ভোটার হতে হবে, ভোট দিতে হবে। জাতীয় পরিচয়পত্রের সুফল বিষয়ে বক্তারা আরো বলেন, বর্তমানে আর্থিক ও সামাজিক সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ সেবা প্রদানের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রকে অনেকক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে। তাই সকল যোগ্য নাগরিকেরই উচিৎ তাদের বয়স আঠারো বৎসর হলেই স্ব-উদ্যোগে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হওয়া।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২ মার্চ ২০২৪