Print Date & Time : 24 August 2025 Sunday 9:25 am

কুমারখালীতে জাতীয় ভোটার দিবস উদযাপন

জাকের আলী শুভ: ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দেব মিলেমিশ‘ এ প্রতিপাদ্যকে ধারণ করে কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে।

রোববার (৩মার্চ) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে কুষ্টিয়া কুমারখালী উপজেলা নির্বাচন অফিসার শিরিনা আক্তার বানু এর সভাপতিত্বে বর্নাঢ্য র‌্যালি শেষে দিবসের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম মিকাইল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার কুমারখালী।

বিশেষ অতিথি ছিলেন ফেরদৌস নাজনীন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার, মোছাঃ জহুরা খানম, উপজেলা সমবায় অফিসার প্রমুখ।

এছাড়াও সরকারী কর্মকর্তা, কর্মচারী সহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিল। অনুষ্ঠানশেষে নতুন ভোটার অন্তভুক্তিকরণ করা হয়। সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী কুমারখালীতে ভোটার ২ লাখ ৯০হাজার ৮৪১ জন।