Print Date & Time : 3 July 2025 Thursday 9:14 pm

কুমারখালীতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

পলাশ, কুমারখালী কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৬ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুর্শেদ আলম, কুমারখালী থানার প্রতিনিধি উপ পুলিশ পরিদর্শক হুমাউন আহমেদ, উপজেলা সহকারী মাধ্যমিক কর্মকর্তা আশিকুর রহমান সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতা কর্মী সহ আরো অনেকে।

অনুষ্ঠানে তারুণ্যের উৎসব কে সাফল্য মন্ডিত করতে বিভিন্ন খেলা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয় নিয়ে আলোচনা করা হয়।