Print Date & Time : 2 July 2025 Wednesday 9:13 pm

কুমারখালীতে তারুণ্যের উৎসব উদযাপন

কুমারখালী প্রতিনিধি: ‘ তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ ‘ শীর্ষক কর্মশালা, বর্ণাঢ্য শোভাযাত্রা, বিতর্ক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, কুইজ ও অলিম্পিয়াড, রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে বুধবার বিকেলে শেষ হল নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫।

‘ এসো দেশ বদলায়, পৃথিবী বদলায় ‘ এই প্রতিপাদ্যে কুমারখালী পৌর শিশু পার্কে দুইদিন ব্যাপী এ আয়োজন করে উপজেলা প্রশাসন।

আয়োজকরা জানায়, গত মঙ্গলবার সকালে আলোচনা সভার মাধ্যমে কুমারখালী পৌর শিশু পার্কে তারুণ্যের উৎসব শুরু হয়।

এরপর একে একে বিতর্ক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, কুইজ ও অলিম্পিয়াড, রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল সাড়ে ১০ টায় বার্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শিশুপার্ক, হাসপাতাল মোড়, থানামোড়, গণমোড় প্রদক্ষিণ করে পুনরায় শিশুপার্কে এসে শেষ হয়।এরপর’ তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ ‘ শীর্ষক কর্মশালা, বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে বিকেল শেষ হয় এ আয়োজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সন্বয়ক, নাগরিক কমিটির সদস্য ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

ইউএনও এস এম মিকাইল ইসলাম বলেন,’ তারুণ্যের ভাবনায় আগামির বাংলাদেশ ‘ শীর্ষক কর্মশালা, বর্ণাঢ্য শোভাযাত্রা, বিতর্ক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, কুইজ ও অলিম্পিয়াড, রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব শেষ হয়েছে। তারুণ্যের উপজেলা পর্যায়ের ভাবনা গুলো জেলায় পাঠানো হবে।