কুমারখালী প্রতিনিধি: ফ্রিজে পচা-বাসি খাবার রাখা ও খাবারের রং মিশানো মসলায় মসলা ব্যবহার করার অপরাধে কুষ্টিয়ার কুমারখালীতে এক অভিজাত রেস্তোরাঁকে ২৫ হাজার টাকা জরিমানা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয়ের গঠিত টাস্কফোর্স।
এছাড়াও ক্রয়মূল্যের চেয়ে বেশি দাম দেখিয়ে চাল বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
শনিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০ টাকা থেকে দুপুর সোয়া ১ টা পর্যন্ত উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সততা হোটেল এ্যান্ড রেস্টুরেন্টের ব্যবস্থাপক রাজু আহম্মেদকে ২৫ হাজার টাকা, আলিম ট্রেডার্সের মালিক মো. আব্দুল আলিমকে ৫ হাজার টাকা ও ভাই ভাই খাদ্য ভাণ্ডারের মালিক মো. হাসানকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন কুষ্টিয়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল। এসময় তাঁকে সহযোগীতা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি পরিদর্শক ফারুক হোসেন, কুষ্টিয়া টাস্কফোর্সের ছাত্র প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহমুদ প্রমূখ।
এহ/26/10/24/ দেশ তথ্য

Discussion about this post