কুষ্টিয়ার কুমারখালী উপজেলার উত্তর কয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মা-ছেলেসহ একই পরিবারের ২ জন গুরুতর আহত।
৬ আগষ্ট কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের উত্তর কয়া গ্রামে ঘটনাটি ঘটে। আহতরা হলেন উত্তর কয়ার মোঃ নওশের শেখের ছেলে রানা (১৮) ও নওশের শেখের স্ত্রী মোছাঃ মাবিয়া খাতুন (৪০)। আহতরা বর্তমানে কুমারখালী ৫০ শয্যা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত ব্যাক্তিদ্বয় জানান, একই এলাকার ১) মোঃ হাফিজুল ইসলাম (৩৫),পিতা-মোঃ খালেক শেখ,২) মোঃ অন্তর (২৭),পিতা-মোঃ রবিউল ইসলাম,৩) মোঃ হৃদয় (২৮),পিতা-মোঃ মজনু শেখ,৪) মোঃ তুষার (২৫),পিতা-মোঃ অছেল শেখ,৫) মোঃ হাবিল (৪২),পিতা-মোঃ খালেক শেখ উভয় সাং উত্তর কয়া। ৬) মোঃ হাফিজ (৫০), পিতা-অজ্ঞাত,৭) মোঃ দুখু (২২),মোঃ হাফিজ এরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৬ আগষ্ট আনুমানিক বিকাল ৪ টার সময় বাড়ির মধ্যে প্রবেশ করিয়া ছেলে ও মাকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে মারাত্মক জখম করে।
উক্ত বিবাদীরা আঘাত করিয়াও ক্ষ্যান্ত হয়নি, বাড়িতে অনধীকার প্রবেশ করিয়া ভাংচুর ও লুটপাট চালায়। মোছাঃ মাবিয়া খাতুন বাদী হয়ে ৭ জনকে বিবাদী করে কুমারখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন একটি অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৭ আগস্ট ২০২৩

Discussion about this post