কুষ্টিয়ার কুমারখালীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রতিযোগীতার আয়োজন করে জেলা সমন্বিত দুর্নীতি দমন কমিশন কার্যালয় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
“প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি নির্মুলের কার্যকর উপায়” প্রতিপাদ্যে বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) বিতান কুমার মন্ডল।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের সহকারী পরিচালক নীলকমল পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক হাবীব চৌহান প্রমুখ।
বিতর্ক প্রতিযোগিতায় কুমারখালী এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয় দলকে পরাজিত করে দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় দল বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। বিতর্ক প্রতিযোগিতার মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী।
বিচারকের দায়িত্ব পালন করেন কবি ও নাট্যকার লিটন আব্বাস, কুমারখালী সরকারী কলেজের প্রভাষক মালা পাল, আদর্শ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক জিএম মাহবুব।
এ উপলক্ষ্যে দুপুরে একই স্থানে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৭ জুলাই ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post