কুমারখালী প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে নিষেধাজ্ঞা অমান্য ও প্রশাসন কর্তৃক গুড়িয়ে দেওয়া ইট ভাটা পুণরায় চালু করেছে।
গত ২ রা ফেব্রুয়ারী সকাল সাড়ে ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত যদুবয়রা ইউনিয়নের কেশবপুরের সৈনিক ব্রিকস ও সাগর ব্রিকস এবং হাঁসদিয়ার এম এস কে-১ ও চাঁদপুর ইউনিয়নের ব্রিজ এলাকার এসএসবি ভাটায় অভিযান চালায় প্রশাসন।
মুচলেকা দেওয়ার পর দিন ফের চালু হওয়া ড্রাম চিমনির নিষিদ্ধ সেই চার ভাটা আবারো ভেঙে গুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদলত। একই সাথে নিষেধাজ্ঞা অমান্য করে ভাটা পরিচালনা করার অপরাধে চার ভাটা মালিককে ৩ লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করে।
ইট প্রস্তুত ও ভাটা ব্যবস্থাপনা ( নিয়ন্ত্রণ) আইনে আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। আদালত পরিচালনায় সহযোগীতা করেন কুমারখালী থানার উপপরিদর্শক বিপ্লব বিশ্বাস প্রমূখ।
কিন্তু সরোজমিনে গিয়ে দেখা যায়,প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উক্ত ভাটাগুলো আবারো চালু করেছে। জ্বালানি হিসাবে ব্যবহৃত হচেছ কাঠ।

Discussion about this post