Print Date & Time : 24 August 2025 Sunday 10:39 pm

কুমারখালীতে পাঁচদিন ব্যাপি প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ

প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের গবাদি পশু পাখি উৎপাদনে উদ্বুদ্ধ করার লক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও  ভেটেরেনারি হাসপাতাল, কুমারখালী, কুষ্টিয়ার উদ্যোগে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প(এলডিডিপি), মৎস্য ওপ্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় (১৮- ২২) এপ্রিল প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১১ টায় জে এন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাঁচদিন ব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।

সকলের জন্য নিরাপদ, পর্যাপ্ত ও মানসম্মত প্রাণীজ আমিষ সরবরাহ ও নিশ্চিতকরণের লক্ষ্যে প্রতিবছর প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী পালন করা হয়।

এবছর এর প্রতিপাদ্য ছিল “প্রাণীসম্পদে ভরাবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ”।

কৃষি প্রধান বাংলাদেশে প্রাণিসম্পদ অন্যতম উল্লেখযোগ্য একটি খাত। ২০২৩-২৪ অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির শতকরা ৩.২৩ ভাগ বা (৭৩৫৭১.০০ কোটি টাকা) এসেছে এই খাত (প্রাণী সম্পদ ও পোল্ট্রি) থেকে।

প্রাণিসম্পদ লালন পালনের অনুকূল আবহাওয়া ও পরিবেশের কারণে এই উপজেলা অন্যতম একটি ইকোনমিক জনে পরিণত হয়েছে। যে কারণে এই সম্পদের উৎপাদন, বাজারজাত সহ সকল বিষয়ে সার্বিক সহায়তা প্রদান করছেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল, কুমারখালী। এগুলোর মধ্যে রয়েছে-এলসিডিপি এর সহায়তায় প্রাণিসম্পদ ডিজিটাল হাউজ হোল্ড সার্ভে বাস্তবায়ন, করণাকালীন আর্থিক সহায়তা প্রধান, খামার ও খামারিদের উন্নয়নে উৎপাদনকারী দল গঠন, স্কুলে মিল্ক ফিডিং কার্যক্রম পরিচালনা, আল্ট্রা সাউন্ড মেশিনে গবাদি পশুর চিকিৎসা প্রদান, মোবাইল ভেটেরিনারি ক্লিনিক পরিচালনা, উন্নত গরু, ছাগল ,ভেড়া ও মুরগির জন্য ক্লাইমেট সেড তৈরি, মুরগির বাচ্চা ও উপকরণ (ফিডার ড্রিংকার) বিতরণ ইত্যাদি। যার ফলে ত্বরান্বিত হয়েছে এ উপজেলার প্রাণিসম্পদের উৎপাদন।

প্রাণিসম্পদ হাসপাতাল, কুমারখালীর তথ্য মতে, (২০২২-২৩)অর্থ বছরে উপজেলায় দুধ, ডিম ও মাংসের উৎপাদন হয়েছে- ১. দুধ-চাহিদা (৩১১৩৯ টন)-উৎপাদন (২৬ ৬২৬ টন)-প্রাপ্তি (২১৪মি./দিন/জন)। ২. মাংস-চাহিদা (১৪৯৪৬ টন)-উৎপাদন (২২৫৯৯ টন)-প্রাপ্তি (১৮১ গ্রাম/দিন/জন)। ৩. ডিম-চাহিদা (৩৫৪ কোটি টি)-উৎপাদন (৩০৩ কোটি টি)-প্রাপ্তি (৮৮.৭৮/বছর/জন)।

প্রদর্শনী মেলায় ভূটানি, হলেস্টেইন ফ্রিজিয়ান জাতের গরু, উন্নত জাতের ছাগল -ভেড়া , খরগোশ,টাইগার মুরগি, বিভিন্ন প্রজাতির সৌখিন পাখি ৩৫ টি স্টলের মাধ্যমে প্রদর্শন করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম, কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মানান খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো.আলমগীর হোসেন প্রমুখ।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৮ এপ্রিল ২০২৪