কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালী উপজেলা নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর (পশ্চিম পাড়া) গ্রামে পাওনা টাকা চাইতে গিয়ে মোছাঃ নেরুতা খাতুন (৫৫) নামে এক মহিলার উপর হামলা করেছে প্রতিপক্ষরা।
এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী মোঃ রবিউল (৬৪) বাদী হয়ে ১) মোঃ মামুন শেখ (৩৫),পিতা- মোঃ খালেক শেখ,২) মোঃ খালেক শেখ (৬৫), ৩) রশিদ শেখ (৭০),উভয় পিতা -মৃত জলিল শেখ ৪) রাসেল (২৭), পিতা- রশিদ শেখ সর্ব সাং আলাউদ্দিন নগর (পশ্চিমপাড়া) ৪ জনকে বিবাদী করে কুমারখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ঘটনাটি ঘটেছে ৫ নভেম্বর ২০২৪ ইং বিকাল ৫ টার সময়। ঘটনা ও অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার আলাউদ্দিন নগর (পশ্চিম পাড়া) গ্রামের ১ নং বিবাদী ৩ বছর পূর্বে এনজিওর ব্যবসা করা উদ্দেশ্যে বাদী রবিউলের নিকট থেকে ধার হিসাবে ১৫ লক্ষ টাকা গ্রহন করে। পরবর্তীতে ১ নং আসামীর নিকট ধারের টাকা ফেরত চাহিলে বিবাদী টাকা ফেরত না দিয়া দিনের পর দিন ঘোরাইতে থাকে ও বাদীর সহিত কোন প্রকার যোগাযোগ রাখে না।
গত ৫ নভেম্বর ২০২৪ ইং তারিখ আনুমানিক ৫ ঘটিকার সময় বাদীর স্ত্রী নেরুতা খাতুন (৫৫) উপজেলার আলাউদ্দিন নগর কালুমোড়ে ২ নং বিবাদীর নিকট টাকা ফেরত চাহিলে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। গালিগালাজ করিতে নিষেধ করা মাত্র কাঠের বাটাম দিয়ে সজোরে আঘাত করে রক্তাক্ত জখম করে।
বিবাদীরা আঘাত করেই ক্ষ্যান্ত হয়নি, মহিলার গলার স্বর্ণের চেইনও ছিনিয়ে নেয়। নেরুতা খাতুনের আত্ম চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নেরুতা খাতুন বর্তমানে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে।
এ ব্যাপারে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন,একটা লিখিত অভিযোগ পেয়েছি। একজন অফিসারকে পাঠিয়েছি। সঠিক তদন্ত হওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।
এখন প্রশ্ন হচ্ছে ১ নং বিবাদী কে এই মামুন? এই মামুন কুমারখালী আলাউদ্দিন নগরে বিশ্বাস ফাউন্ডেশন নামক এক এনজিওর একাউন্টস অফিসার ছিলেন। তিনি এনজিওর ব্যবসায় অধিক লভ্যাংশের লোভ দেখিয়ে বিভিন্নভাবে অনেকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে এখন গা ঢাকা দিয়ে আছে। অনেকের হাতিয়ে নেওয়া টাকা দিয়ে আলাউদ্দিন নগর কালুর মোড়ে একটা মার্কেটও করেছে।
ঐ মার্কেটে একটা রুম বিশ্বাস ফাউন্ডেশনের আদলে মা বাবার দোয়া এন্টারপ্রাইজ নামে একটা ভোগ্যপণ্য এনজিও খুলে সিমলা নামে এক মহিলাকে দিয়ে উক্ত প্রতিষ্ঠান পরিচালনা করছেন।
এহ/07/11/24/ দেশ তথ্য
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post