Print Date & Time : 28 August 2025 Thursday 4:58 pm

কুমারখালীতে প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃ একত্রীকরণে ওরিয়েন্টেশন

কুমারখালি প্রতিনিধি: “প্রত্যাগত অভিবাসী ফিরে এলেও পাশে আছি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃ একত্রীকরণে ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে।

প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃ একত্রীকরণের লক্ষ্যে অনানুষ্ঠানিক খাতে কর্মসংস্থান সৃজনে সহায়ক কার্যক্রম অবহিতকরণ এবং “বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা” শীর্ষক ওরিয়েন্টেশন সম্পন্ন হয়।

 ২০ জুন, ২০২৪/ ০৬ আষাঢ়, ১৪৩১ বৃহস্পতিবার ৩ টায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলা পরিষদ মিলনয়তনে উপজেলা প্রশাসন, কুমারখালী ও ওযলেফেয়ার সেন্টার, কুষ্টিয়া এর উদ্যোগে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক বিদেশ ফেরত বিভিন্ন পেশার কর্মীদের নিয়ে ওরিয়েন্টেশন এর আয়োজন করা হয়। এসময় বিদেশ ফেরত প্রবাসীগণ তাদের অভিজ্ঞতা, ভোগান্তি, সুযোগ-সুবিধা সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম এর সভাপতিত্বে উক্ত ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন মোঃ গিয়াস উদ্দিন(উপসচিব) পরিচালক (আই আর পি), ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।

এসময় আরও উপস্থিত ছিলেন মোঃ আবু সাইদ, সহকারী পরিচালক, ওয়েলফেয়ার সেন্টার, কুষ্টিয়া, মোঃ আলমগীর হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা, কুমারখালী, ফেরদৌস নাজনীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, গাজী হসিনি তারেখ বিপ্লব, চেয়ারম্যান, শিলাইদহ ইউনিয়ন পরিষদ প্রমূখ।

ওরিয়েন্টেশন সভায় সহকারী পরিচালক, ওয়েলফেয়ার সেন্টার, কুষ্টিয়া, মোঃ আবু সাইদ এর পরিচালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান অতিথি মোঃ গিয়াস উদ্দিন(উপসচিব) পরিচালক (আই আর পি), ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিদেশ ফেরত প্রবাসীদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা, পরামর্শ, প্রশিক্ষণ এবং পুনরায় কর্মসংস্থানের জন্য আমরা কাজ করে যাচ্ছি। সরকারের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদান সহ স্বল্প খরচে বিদেশ গমন, আর্থিক সুবিধা সহ বিভিন্ন ধরনের সহযোগিতা করাই আমাদের মূল লক্ষ্য। বিদেশ গমন ও এর পরবর্তী সব ধরনের সুযোগ-সুবিধা ও পরামর্শের জন্য আমরা সব সময় আপনাদের পাশে আছি।

এই আধুনিক প্রযুক্তির যুগে যদি আমরা আমাদের প্রবাসে যেতে ইচ্ছুক রেমিটেন্স যোদ্ধাদের আধুনিক প্রশিক্ষণ দিয়ে প্রবাসে পাঠাতে না পারি সেটা আমাদের জন্য চরম ব্যর্থতা বলে আমি মনে করি। আজকে যেখানে শ্রীলংকা, ভারত, ফিলিপাইন, ইন্দোনেশিয়া তাদের প্রশিক্ষিত নাগরিকদের বিদেশে পাঠানোর কারণে তারা আমাদের থেকে অনেক এগিয়ে গেছে। বিষয়টি উপলব্ধি করতে পেরে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের বিদেশে প্রেরণের আগে তারা যাতে প্রশিক্ষণ নিয়ে নিজেদের দক্ষতা অর্জন করে বিদেশে যেতে পারে সেই লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, যুব উন্নয়ন ও ভকেশনাল শিক্ষা ব্যবস্থা উন্নয়নে বিশেষ পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছেন। আবার পাশাপাশি যারা বিদেশ থেকে দেশে ফেরত এসে নিজেরা কিছু করতে চায় তাদের জন্য বিভিন্ন প্রশিক্ষণসহ কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।

এছাড়াও তিনি তার বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রবাসীদের জন্য বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন ও প্রবাস সংক্রান্ত যে কোন ধরনের তথ্য ও সহযোগীতার জন্য টোল ও চার্জ ফ্রি ১৬১৩৫ নম্বরে যোগাযোগের আহŸান জানান।

সহকারী পরিচালক, ওয়েলফেয়ার সেন্টার, কুষ্টিয়া, মোঃ আবু সাইদ তার বক্তব্যে বলেন, বিদেশ ফেরত প্রবাসীদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা, পরামর্শ, প্রশিক্ষণ এবং পুনরায় কর্মসংস্থানের জন্য আমরা কাজ করে যাচ্ছি। সরকারের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদান সহ স্বল্প খরচে বিদেশ গমন, আর্থিক সুবিধা সহ বিভিন্ন ধরনের সহযোগিতা করাই আমাদের মূল লক্ষ্য। বিদেশ গমন ও এর পরবর্তী সব ধরনের সুযোগ-সুবিধা ও পরামর্শের জন্য আমরা সব সময় আপনাদের পাশে আছি।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম বলেন, আজকের সেমিনারের মাধ্যমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মর্সংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে কি কি কাজ করে, তাদের মাধ্যমে আমাদের প্রবাসীরা কি সুবিধা পেতে পারে সে সকল বিষয় সম্পর্কে আমরা জানতে পারলাম। আর এই সকল বিষয় আমরা আমাদের যার যার জায়গা থেকে প্রচারের মাধ্যমে সকলকে জানালে আমাদের প্রবাসী ভাইয়েরা অনেক সুবিধা পাবে। আমাদের রেমিটেন্স প্রবাহ বাড়াতে দক্ষ ও প্রশিক্ষিতদের প্রবাসে পাঠাতে হবে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম এর হাতে সন্মাননা ক্রেষ্ট তুলে দেন প্রধান অতিথি ও প্রবাসীদের সন্তানদের হাতে উপবৃত্তির চেক তুলে দেন অতিথিবৃন্দ।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২২ জুন২০২৪