Print Date & Time : 5 July 2025 Saturday 1:25 am

কুমারখালীতে বড়দিন উপলক্ষে গীর্জা পরিদর্শন ও মতবিনিময়

ষ্টাফ রিপোর্টার: আসন্ন শুভ বড়দিন উপলক্ষে গীর্জা পরিদর্শন এবং খ্রীষ্টান ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান শেখ।

রোববার দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের মালিয়াট গ্রামে চিলড্রেন অব লাইট চার্চে বিশপ, পালক পুরোহিত, সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যদের নিয়ে বড়দিন সুষ্ঠুভাবে উদ্যাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চিলড্রেন অব লাইট চার্চের বিশপ ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক রেভাঃ জাকের আলী শুভ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ,কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান শেখ।

মতবিনিময় শেষে গীর্জা পরিদর্শন ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ‘বড়দিন উদ্যাপন নির্বিঘ্ন করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। সর্বোচ্চ সেবা প্রদানে পুলিশ বদ্ধপরিকর। খ্রীষ্টান ধর্মাবলম্বীরা যেন উৎসবমুখর পরিবেশে বড়দিন উদ্যাপন করতে পারেন, সে জন্য পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এসময় কুমারখালী থানা পুলিশের পক্ষ থেকে ৯৯৯ জরুরী হেল্প লাইন নাম্বার এর লিফলেট তুলে দেন এবং গীর্জার দেওয়ালে লাগানোর ব্যবস্থা গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন গীর্জার বিশপ, পালক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।