কুমারখালী প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে বালি মহালে ৩ মোটরসাইকেলে ৯ জন দূর্বৃত্ত অস্ত্র প্রদর্শন ও ৮ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে আতংক সৃষ্টির মাধ্যমে লক্ষাধিক টাকা লুটপাট করার ঘটনা ঘটেছে।
রোববার রাত সাড়ে ৯টার দিকে সদকী ইউনিয়নের জিলাপীতলা গড়াই নদীর বালু মহালের আদায় ঘরে এ ঘটনা ঘটে।
স্থানীয় জহুরুল ইসলাম জানান, রোববার রাত ৯ টার দিকে বালি মহালের আদায় ঘরে হানিফ, মিলন ও রুকমান থাকা অবস্থায় ৩ টি মোটরসাইকেলে ৯ জন সন্ত্রাসী হেলমেট পরা অবস্থায় এসে প্রথমেই ২ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে এবং আদায় ঘর ও পার্শ্ববর্তী দোকানে বসে থাকা ব্যক্তিদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরবর্তীতে আদায় ঘরের ড্রয়ার কুপিয়ে ড্রয়ারে রাখা আনুমানিক ৭০ থেকে ৯০ হাজার টাকা ও ৪ টি মোবাইল ফোন নিয়ে যায় এবং একই সময়ে পার্শ্ববর্তী দোকানী তরুন কাজীর কাছে থাকা ৩৫ হাজার টাকা নিয়ে যাওয়ার সময় ৬ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। তিনি আরো জানান দূর্বৃত্তরা কুষ্টিয়া অভিমুখে যাবার সময় জিলাপিতলা নামক স্থানে পৌঁছে আরো ৪ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। জিলাপিতলার এক দোকান মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কুমারখালী থানার ওসি মো. সোলাইমান শেখ জানান, জিলাপীতলা বালিমহালে গুলিবর্ষণের সংবাদ শুনে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post