কুমারখালী(কুষ্টিয়া) প্রতিনিধি ঃ
কুষ্টিয়ার কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধে সত্তর ঊর্ধ বৃদ্ধ বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন সন্তান। চলতি মাসের ২১ তারিখে চাপড়া ইউনিয়নের ধর্মপাড়া জিকে ক্যানালের সম্পত্তি নিয়ে বিরোধের প্রেক্ষিতে এই ঘটনা ঘটে।
মঙ্গলবার সরেজমিনে গেলে বৃদ্ধ বাবা ময়েনউদ্দিন জানান, তার মোট ১০ টি সন্তানের মধ্যে নুর ইসলাম চতুর্থ সন্তান। অনেক আগে থেকেই নুর ইসলাম আলাদা বাড়ি করে বসবাস করে। কখনোই বাবা মায়ের খোঁজ নেয়না। সাম্প্রতিককালে পানি উন্নয়ন বোর্ডের জিকে ক্যানালের সম্পত্তি নিয়ে তার পঞ্চম সন্তান ইসরায়েলের সাথে নুর ইসলামের বিরোধ সৃষ্টি হয়। এই বিষয় নিয়ে স্থানীয় ইউপি সদস্য সেলিমুজ্জান সুজন সালিসি বৈঠকের মাধ্যমে সমাধান করে দেন। এবং পরেরদিন নুর ইসলামের পরিত্যক্ত বাড়ির সীমানা বেড়া সরিয়ে দেওয়ার সময় তার অন্তঃসত্ত্বা মেয়ে শেলি খাতুন মোবাইলে ভিডিও ধারণ করে। ভিডিও করায় বাধা দিলে বাকবিতন্ডা হয় এবং একপর্যায়ে শেলির হাত থেকে মোবাইল ফোন নিয়ে ভিডিও বন্ধ করা হয়। অথচ পরবর্তীতে তার অন্তঃসত্ত্বা নাতনি শেলিকে মারপিট করে আহত করা হয়েছে বলে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তিনি আরো জানান তার ছেলে নুর ইসলামের পরিত্যক্ত বাড়ির সীমানা বেড়া সরানো হয়েছে সেখানে কেউ বসবাস করেনা। অথচ তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে পরিত্যক্ত
ঘরে থাকা টাকা ও স্বর্ণালংকার লুটপাটের। তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে দাবী করেন তিনি।
নুর ইসলামের অন্তঃসত্ত্বা মেয়ে শেলি খাতুন জানান, মোবাইল ফোনে ভিডিও করার সময় তাকে মারধর করে মোবাইল কেড়ে নেওয়া হয়েছে। শরীরের আঘাতের চিহ্ন নেই বিষয়ে কোন সদুত্তর দিতে পারেননি তিনি। পরিত্যক্ত ঘরে টাকা ও স্বর্ণালংকারের বিষয়টি তিনি কৌশলে এড়িয়ে যান।
স্থানীয়রা জানান, ময়েনউদ্দিনের ৮ ছেলের মধ্যে ৬ ছেলে এখানে বসবাস করে। ঘটনার দিন বড় ধরনের কোন গন্ডগোল হয়নি। শুধুমাত্র ভিডিও করাকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয়। তুচ্ছ বিষয় নিয়ে বৃদ্ধ বাবা, ভাই ও ভাতিজার বিরুদ্ধে থানায় অভিযোগের বিষয়ে তারা নিন্দা জানান।
টি//দৈনিক দেশতথ্য//২৪ সেপ্টম্বর,২০২৪//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post