Print Date & Time : 24 August 2025 Sunday 6:15 pm

পোলিং এজেন্টদের নিয়ে ব্যাতিক্রমী সভা করলেন এমপি রউফ

স্মৃতিচারণে নিজে কাঁদলেন অন্যদেরও কাঁদালেন

পলাশ কুমার ঘোষ, কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়ার কুমারখালীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী পোলিং এজেন্টদের সঙ্গে স্থানীয় এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসভার সুরভীকুঞ্জ কমিউনিটি সেন্টারে সভার আয়োজন করেন কুষ্টিয়া ৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।

উপজেলায় প্রথমবারের মত আয়োজিত এমন অনুষ্ঠানে ১০০ টি কেন্দ্রের ৭৫৫ জন পোলিং এজেন্টসহ প্রায় নয়’শ আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় মতবিনিময় কালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্মৃতিচারণ করে আবেগে কেঁদে ফেলেন এমপি ও পোলিং এজেন্টরা।

সভায় পোলিং এজেন্ট নাজমুল হোসেন বলেন, ‘ নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করতে গিয়ে আমাদের নির্যাতন, হামলা ও বিভিন্ন বাঁধা বিপত্তি সম্মুখীন হয়েছি। এমপির কাছে আমরা মাসিক ভাতা প্রদানের দাবি জানায়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানের শুরুতে প্রায় ৪৩ সেকেন্ড ধরে কাঁদেন এমপি আব্দুর রউফ। তিনি বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ ও অত্যাচারীদের শত নির্যাতন সহ্য করে আপনারা আমাকে বিজয়ী করেছেন। আপনাদের ঋণ কোনোদিন ভুলব না। আপনাদের যেকোনো চাওয়া পাওয়া পূরণে আমি প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি আরো বলেন, ভোটের দিন পোলিং এজেন্টদের সঠিকভাবে দাঁয়িত্ব পালন করা অত্যন্ত জরুরি। পোলিং এজেন্টরা চাইলেই নিরপেক্ষ ভোট উপহার দিতে পারেন। সকলকে সাথে নিয়ে এলাকায় সকলখাতে উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি।

মতবিনিময় সভায় কুমারখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ আলতাফ মাহমুদ, পৌর আওয়ামী লীগের সদস্য জাকারিয়া খান জেমসসহ স্থানীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া ৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থী সেলিম আলতাফ জর্জ (সাবেক এমপি) কে পরাজিত করে ট্রাক মার্কা প্রতীকে বিজয়ী হন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। 

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৬ জুলাই ২০২৪