Print Date & Time : 25 August 2025 Monday 6:18 am

কুমারখালীতে মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ  কুষ্টিয়ায় কুমারখালী উপজেলার চাপরা ইউনিয়নে বিপরীত গামী দুই মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন কুষ্টিয়া সদর থানার পূর্ব মিল পাড়ার মৃত মো: আব্দুল মালেকের ছেলে সবুজ বিশ্বাস (২১) এবং একই থানার অন্তর্গত বারদী উওর পারার মৃত মুক্তার হোসেনর ছেলে বিপ্লব হোসেন (৪২)।

রবিবার (২৮ এপ্রিল) আনুমানিক সকাল সাড়ে ১১ টায় চাপাড়া ইউনিয়নের চাপড়া ব্রীজ সংলগ্ন কুষ্টিয়া টু সান্দিয়ারা সড়কে এই দূর্ঘটনা ঘটে৷ 

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সুত্রে জানা গেছে সকল ১১টার দিকে কুষ্টিয়া লাহিনী বটতলা থেকে বিপ্লব হোসেন মোটরসাইকেল যোগে ভাড়রার দিকে এবং সবুজ বিশ্বাস ভাড়রা থেকে লাহিনী বটতলার দিকে আসছিলো। আনুমানিক সকাল সাড়ে ১১ টার সময় উভয়ে চাপড়া ব্রিজের সামনে এসে পৌছালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় চালকই গুরুতর আঘাত প্রাপ্ত হয়। পরে স্থানীয়রা দুজনকেই উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এর মধ্যে বিপ্লব কুষ্টিয়া হাসপাতালে পৌঁছানো মাত্রই মারা যায় অন্যদিকে গুরুতর হওয়ায় সবুজকে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে রাজশাহীতে যাওয়ার পথিমধ্যেই সে মারা যায়। 

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, বেলা ১২ টার সময় দুইজন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে এসেছিলো। একজন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই মারা যায়। অপর জনকে রাজশাহীতে রেফার্ড করা হলে পথের মধ্যে তিনিও মারা যান।   

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৮ এপ্রিল ২০২৪