নিজস্ব প্রতিনিধি: কুমারখালীতে থানা যুবলীগের সহসভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর এসএম রফিক গ্রেফতার হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে কুমারখালী-যদুবয়রা সেতুর দক্ষিণ পাশ থেকে কুমারখালী থানার পুলিশ তাকে আটক করে।
৫ আগস্ট হাসিনা পতনের পর থেকে সে পলাতক ছিলো। কুমারখালী থানায় তার নামে নাশকতা ও হত্যা চেষ্টা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
জানা যায়, সে জুলাই বিপ্লবের বিরুদ্ধে নানান ধরণের ষড়যন্ত্রে লিপ্ত ছিলো। সে যতবার পৌর নির্বাচনে অংশগ্রহণ করে ততবারই পেশীশক্তি ব্যবহার করে ভোট কেটে নেয় এবং ক্ষমতায় গিয়ে নানান অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়।
অভিযোগ আছে যে, এই রাজাকার পুত্র আওয়ামী রেজিমের পুরোটা জুড়ে সে কুমারকালীতে বিএনপি-জামায়াতের যে কোন রাজনৈতিক কর্মকাণ্ডে সন্ত্রাসী তৎপরতায় লিপ্ত থাকতো। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে কুষ্টিয়া কোর্টে তোলা হয় এবং আদালত তাকে জেল হজতে প্রেরন করে।