Print Date & Time : 6 July 2025 Sunday 7:49 pm

কুমারখালীতে সাংবাদিক গ্রেফতার

কুমারখালী প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও বিকৃত করা ছবি শেয়ার করায় যুবলীগ নেতার করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ফরহাদ আসিফ টিপু (৫০) নামের এক সাংবাদিককে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে পুলিশ তাঁকে গ্রেফতার করে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, জাতীয় দৈনিক যায় যায় দিনের কুমারখালী প্রতিনিধি ও বাটিকামারা গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে ফরহাদ আসিফ টিপু সামাজিক যোগাযোগ মাধ্যম অন্যের ফেসবুকে আইডি থেকে করা প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও বিকৃত করা ছবি তাঁর নিজ আইডি থেকে শেয়ার করেন। এ ব্যাপারে কুমারখালী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইমরান বাদী হয়ে মঙ্গলবার কুমারখালী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯ (১) ও ৩১ (২) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৪। এ মামলায় ফরহাদ আসিফ টিপুকে পুলিশ গ্রেফতার করে।