Print Date & Time : 10 May 2025 Saturday 9:43 am

কুমারখালীতে সাবেক এমপি জর্জের অফিস ভাংচুর

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দেওয়ায় সারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়।

যার প্রেক্ষিতে ধানমন্ডী ৩২ নম্বরের বাড়িসহ সারা দেশে শেখ হাসিনা ও আওয়ামীলীগের নেতা-কর্মীদের অফিস ও বাড়িঘর ভাঙচুর করে ছাত্র-জনতা।

একইভাবে বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কুমারখালী পাবলিক লাইব্রেরির সামনে কুষ্টিয়ার ৪ আসনের সাবেক এমপি সেলিম আলতাফ জর্জের অফিসে হামলা চালিয়ে দ্বিতীয় তলার অফিস ভাংচুর করে ছাত্র জনতা। রাতে হামলা চালিয়ে পুরোপুরি ভাঙতে না পারলে বৃহস্পতিবার সকালে পূনরায় হামলা চালিয়ে সবকিছু তছনছ করে দেওয়া হয়। এবং কুমারখালী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পদ্মপুকুর ঘাট সংলগ্ন এলাকায় কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহসভাপতি ফরহাদ হোসেন পাপ্পুর ব্যবসা প্রতিষ্ঠান হামলা চালিয়ে ভাংচুর করে ছাত্র জনতা।
নাম প্রকাশ না করার শর্তে ছাত্রদের একজন জানায় পাপ্পুর দোকানের মালামাল তার পরিবারের লোকজনকে ডেকে বুঝিয়ে দেওয়া হয়েছে।