কুমারখালী প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে করম আলী (৫৩) নামের এক সিঙ্গাড়া ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের ভড়–য়াপাড়া গ্রামের মৃত মজের আলীর পুত্র।
এলাকাবাসী ও নিহতের পারিবারি সূত্রে জানা যায, বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত একটার দিকে বাড়ির গোয়ালঘরে বাঁশের আড়ার সাথে গলায় দড়ি পেচিয়ে ফাঁস দিয়ে করম আলী আত্মহত্যা করেন। কিন্তু কি কারনে আত্মহত্যা করেছে সে ব্যাপারে কেউ কিছু বলতে পারেনি।
তবে নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রতিবেশি জানান, বিগত মাস তিনেক আগে গ্রামে একটি হত্যাকান্ড ঘটে। সেই হত্যাকান্ডের মামলায় আসামি পক্ষের লোক ছিলো নিহত করম আলী। সেই হত্যাকান্ডের পর করম আলী দীর্ঘদিন মেয়ের বাড়িতে পালিয়ে ছিলো। কিছুদিন হলো সে বাড়িতে ফিরে আসে। এর পর থেকেই সে সব সময় চিন্তিত থাকতো।
এলাকাবাসী আরও জানায়, এসব ঘটনা মিলিয়ে করম আলীর আত্মহত্যার ঘটনাটি রহস্যজনকই মনে হচ্ছে।
প্রতিবেশি আকরাম হোসেন বাবু জানান, নিহত করম আলীর পরিবারের লোকজনের চিৎকার চেচামেচি শুনে তার বাড়িতে গিয়ে দেখি গোয়াল ঘরের মধ্যে করম আলাীকে ঘিড়ে তার পরিবারের লোকজন কান্নাকাটি করছে। আমি বিষয়টে জানতে চাইলে করম আলীর স্ত্রী জানায় গলায় ফাঁস দিয়ে করম আলী আত্মহত্যা করেছে। কি বিষয় নিয়ে সে আত্মহত্যা করেছে বুঝতে পারছি না। তবে সে সব সময় কোনো একটা বিষয় নিয়ে চিন্তিত থাকতো।
নিহতের স্ত্রী হাসিনা খাতুন জানান, উনি অনেক রাত পর্যন্ত ঘরের বাইরে বসে ছিলো পরে আমি হাত ধরে ঘরে নিয়ে আসার পর সে খাটে শুয়ে পরে আমি রাতি ঘুমিয়ে যায় পরে ঘুম ভেঙে দেখি উনি পাশে নেই। পরে ডাকাডাকি করে না পেয়ে খোঁজার জন্য বেড় হয়ে দেখি গোয়াল ঘরের বাঁশের আড়ার সাথে ফাঁস নিয়ে ঝুলে আছে। পরে সবাই মিলে দড়ি কেটে নামায় তৎক্ষণে তিনি মারা গিয়েছিলো। কি কারনে তিনি আত্মহত্যা করলো আমি সেটা জানি না। তবে সে সব সময় চিন্তা করতো।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যর কারণ জানা যাবে।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post