কুমারখালী প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে চলছে স্কাউটসের ত্রি বার্ষিক কাউন্সিল নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
ব্যাপক উৎসাহ – উদ্দীপনা ও পুলিশী নিরাপত্তায় রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় স্থানীয় আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে শুরু হয়ে বিরতিহীন ভাবে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ চলে বিকেল ৩ টা পর্যন্ত। ভোট গণনা শেষে আব্দুল হালিম – জলিল – রবিউল প্যানেল বিজয়ী লাভ করেছেন।
১৩টি পদের মধ্যে গুরুত্বপূর্ণ ৭টি পদে একাধিক প্রতিযোগী থাকায় কুমারখালীর ইতিহাসে প্রথমবারের মতো ভোটের মাধ্যমে স্কাউটস ত্রি বার্ষিক কাউন্সিল গঠন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
স্কাউটস কাউন্সিলে প্রথমবারের মতো ভোট দিতে পেরে খুশি ভোটাররা। ভোটের নিরাপত্তার একজন প্রিসাইডিং অফিসার, দুইজন করে পোলিং এজেন্ট ও পোলিং অফিসার এবং চার জন পুলিশ নিয়োগ করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সুত্রে জানা গেছে, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ স্কাউটস ত্রি বার্ষিক কাউন্সিল। কুমারখালীতে প্রতি তিন বছর অন্তর আলোচনার মাধ্যমে সিলেকশন কমিটি গঠন হয়ে আসছে। তবে কাউন্সিলরদের মধ্যে মতের বিরোধ হওয়ায় প্রথমবারের মতো ভোট করা হয়েছে। এতে ১০৭টি মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২১৬ জন কাউন্সিলর ( শিক্ষক) ছিলেন। তার মধ্যে ২০০ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
আরো জানা গেছে, ভোটে মনসুর ও মকছেদের প্যানেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বী করেন আব্দুল হালিম ও জলিল প্যানেল। ফলাফলে সহ-সভাপতি পদে গোবরা চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু নঈম ১২৬ ভোটে ও পাথরবাড়ীয় মজিবর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম ১২৪ ভোট পেয়ে বিজয়ী হন। সম্পাদক পদে ১২২ ভোটে মীর মশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, ১১৫ ভোট পেয়ে উমেদ আলী বিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হালিম, গ্রুপ সভাপতি পদে ১২২ ভোট পেয়ে বাগুলাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছমা খাতুন, ১২০ ভোট পেয়ে কালোয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহারুল হক মিলন ও ১২৩ ভোট পেয়ে বড়ুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম বিজয়ী লাভ করেন।
দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, অডিটোরিয়াম চত্বরে পুলিশ পাহাড়ায় ব্যাপক উৎসাহ – উদ্দীপণায় চলছে ভোট গ্রহণ। এ সময় যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমান বলেন, ৩১ বছরের চাকুরি জীবনে প্রথমবার স্কাউটসের ভোট দিয়েছি। খুব আন্দিত আমিসহ ভোটাররা।
মহেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম বলেন, মতের বিরোধ হওয়ায় একই পদে একাধিক জন আগ্রহ দেখায়। সেজন্য ব্যালটের মাধ্যমে কুমারখালীর ইতিহাসে প্রথমবার কমিটি গঠন করা হয়েছে।
সদস্য নির্বাচিত স্কাউটসের কমিশনার আব্দুল হালিম বলেন, ভোটের মাধ্যমে সত্যের জয় হয়েছে। স্বচ্ছ ও জবাবদিহিতার মধ্যদিয়ে কুমারখালীর স্কাউটসকে দেশের মধ্যে সেরা হিসেবে তৈরি করা হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক বলেন, স্বচ্ছ ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রথমবারের মতো ব্যালটের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে।

Discussion about this post