বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া কুমারখালী উপজেলার ৬ নং চাপড়া ইউনিয়নে আটোরিক্সা মার্কা স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ এনামুল হক মনজুর নির্বাচনী প্রচরনায় ভ্যান, মাইক ভাঙচুর করা হয়েছে ও চালকের উপর হামলার ঘটনা ঘটেছে। স্বতন্ত্র প্রার্থী মোঃ এনামুল হক মনজুর দাবি করেন, মঙ্গলবার (২১ ডিসেম্বর) বেলা ৩ টাই বাধ বাজার এলাকায় এই সন্ত্রাসী হামলা করা হয়। এসময় নির্বাচনী প্রচারনা সন্ত্রাসীরা হঠাৎ এসে ভ্যান, মাইক ভাংচুর করে চলে যায়। এ বিষয়ে ভ্যান চালকের সাথে কথা হলে তিনি বলেন, বাধ বাজার এলাকায় আমি নির্বাচনী প্রচার করছিলাম হঠাৎ করে কিছু ব্যাক্তি এসে আমার ভ্যান, মাইক ভেঙে দিয়ে যায় সে সাথে আমাকে হুমকি -ধামকি দিয়ে যায়। এমতাবস্থায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এই বিষয়ে সরজমিনে ঘটনাস্থালে পৌঁছালে স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায়, তারা এমন ঘটানার বারবার পুনরাবৃত্তি হাওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এই বিষয়ে সতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল হক মনজুর সাথে কথা হলে তিনি বলেন, চাপড়া ইউনিয়নের নৌকা চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মনির হাসান রিন্টু তার সান্ত্রাসী ও গুন্ডা বাহীনি দিয়ে এই আপকর্ম চালিয়ে আসছে, তারই ধারাবাহিকতায় আজকেও আমার নির্বাচনী প্রচারনা ভ্যান,মাইক ও চালকের উপরে হামলা চালিয়েছে।আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে ভাড়া করা সান্ত্রাসী ও গুন্ডা বাহিনী দিয়ে আমার সমর্থকদের উপর নির্মম হামলা চালায়। এই বিষয়ে আমি কুমারখালী থানার অফিসার ইনচার্জ কে জানিয়েছি। তারা আমাকে আস্থত করেছেন নির্বাচন অবাধ সুষ্ঠু ও সুন্দর শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে। এছাড়াও এ বিষয় আমি কুষ্টিয়া জেলা প্রশাসক, কুষ্টিয়া পুলিশ সুপার, কুষ্টিয়া কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার, কুষ্টিয়া কুমারখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, কুষ্টিয়া কুমারখালী বাধ বাজার পুলিশ ক্যাম্প (ক্যাম্প ইনচার্জ) লিখিত ভাবে অভিযোগের অনুলিপি পাঠিয়েছি। এই বিষয়ে বাধ বাজার পুলিশ ক্যাম্প আইসি মোঃ জামাল মৃধার সাথে কথা হলে তিনি বলেন, এই ঘটনা শোনার পর পরই আমি ঘটনাস্থলে যেয়ে খোজ খবর নিয়ে সত্যতা পাই।আমার উর্ধতন কর্মকর্তার নির্দেশ রয়েছে অবাদ সুষ্ঠ সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে আমরা বধ্যপরিকর।

Discussion about this post