কুমারখালি প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে দেশের অন্যতম সুপার শপ ব্র্যান্ড ‘স্বপ্ন’ এর উদ্বোধন করা হয়েছে।
রবিবার ৩১ মার্চ বিকালে কুমারখালী বাস স্ট্যান্ডের সাদমান সিটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে নতুন স্বপ্ন সুপার শপের উদ্বোধন করেন কুষ্টিয়া-৪ আসনের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।
উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে এমপি বলেন, সুপার শপ কুমারখালীতেই নয় এখন গ্রামাঞ্চলেও শুরু হবে। মানুষ একই ছাদের নিচে সকল পন্য সেবা পাবে। এ ধরনের সুপার শপের উদ্যোক্তাদের সকল ধরনের সহযোগিতায় আমি করবো।
এ সময় উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ, নন্দলালপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান খোকন, চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান তুষার, এম এ মান্নান প্রমূখ।
পরবর্তীতে উদ্বোধন অনুষ্ঠানে ফিতা কাটেন কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সামসুজ্জামান অরুন। উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ হারুন, কাউন্সিলর এস এম সাহিন, এস এম রফিক, হিরো, তুহিন প্রমূখ।
উল্লেখ্য, স্বপ্ন সুপার শপের যাত্রা শুরুর প্রধান লক্ষ্য মানুষের একই ছাদের নিচে সকল ধরনের পণ্য সেবা প্রদান করা। মানুষ তার পছন্দ মতো পণ্য এখানে সুন্দর পরিবেশ থেকে কিনতে পারবে। কুমারখালীতে স্বপ্নের নতুন শপটি উদ্বোধন উপলক্ষে বিভিন্ন পণ্যের উপর বিশেষ ছাড় দেওয়া হয়।
তবে উদ্বোধনী শপ পরিদর্শন করে কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হক চাউলের দাম প্রতি কেজি ৭৩ টাকা দেখে বলেন বাজারে ৭৩ টাকা কেজির কোন চাল হওয়ার কথা না। এখানে ৭৩ টাকা মূল্য কেন। এ বিষয়ে সাপের ম্যানেজার বলেন, আমাদের চাউলটি প্রিমিয়াম যার জন্য দাম ৭৩ টাকা। এছাড়াও শপটিতে অনেক পন্যের মূল্য বাজার মূল্য থেকে বেশি দেখা যায়।
এ বিষয়ে মুঠোফোন কুমারখালী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ এরশাদ আলী বলেন, প্রিমিয়াম বলে কোন চাউল নেই।
পণ্যের উদ্যোগতি নিয়ন্ত্রণ ও পণ্য সঠিক মূল্যে বিক্রির আহ্বান জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ স্থানীয় সচেতন মহলের।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১ এপ্রিল ২০২৪
প্রিন্ট করুন
Discussion about this post