কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার কুমারখালীতে হাতেজান নেছা বয়স্ক শিক্ষার সপ্তম কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। ১লা মে দুপুরে উপজেলার যদুবয়রা ইউনিয়নের কেশবপুর লালনবাজার সংলগ্ন এই কেন্দ্র উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশ সেরা সাবেক ইউপি চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, হাতেজান নেছা বয়স্ক শিক্ষার অন্যতম উপদেষ্টা মোহাম্মদ নজরুল ইসলাম।
স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘স্বপ্নময় কুমারখালী’ ও হেরার আলো কোরআন শিক্ষা কেন্দ্রের সভাপতি সাংবাদিক ও শিক্ষক মাহমুদ শরীফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সেক্রেটারি ব্যবসায়ী আসাদুজ্জামান খোকন, উপদেষ্টা রাকিবুল হাসান চুন্নু ও কোষাধক্ষ আরিফুল ইসলাম কুমারখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক সোহাগ মাহমুদ, দপ্তর সম্পাদক মাসুদ রানা।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাতেজান নেছা বয়স্ক শিক্ষার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল মালেক নূরানী। শেষে অত্র কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষাউপকরন বিতরণ করা হয়।
উল্লেখ্য, বিশিষ্ট আইনজীবী আকমল হোসেন তার মরহুম মায়ের নামে হাতেজান নেছা বয়স্ক শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করে কুমারখালী ও খোকসার প্রত্যন্ত অঞ্চলে বয়স্ক নারী ও পুরুষদের জন্য জ্ঞানের আলো ছড়াতে ব্যক্তি উদ্যোগে এই শিক্ষা কার্যক্রম চালু করেছেন।
এসব শিক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের যাবতীয় খরচ তিনি বহন করেন। দুপুরে নারী ও সন্ধ্যায় পুরুষেরা আরবি বাংলা ও অংকের জ্ঞান অর্জনে শিক্ষিত হচ্ছে। এই শিক্ষা এলাকায় আলোড়ন তুলেছে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২ মে ২০২৪

Discussion about this post