কুমারখালী প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হয়ে হেলপারের স্ত্রী ধর্ষনের শিকার হয়েছেন ড্রাইভার দ্বারা। জগন্নাথপুর ইউনিয়নের দয়ারামপুর গ্রামে ১৫ আগষ্ট রাতে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় হেলপার বিষপানে আত্মহত্যার চেষ্টা করে বলে জানা যায়। হেলপারের স্ত্রী বাদী হয়ে মঙ্গলবার রাতে কুমারখালী থানায় ধর্ষণ মামলা করেছেন। ২৫ আগষ্ট বুধবার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিন গিয়ে চিকিৎসাধীন হেলপারের সাথে কথা বলে জানা যায়, জগন্নাথপুর ইউনিয়নের দয়ারামপুর গ্রামের বক্কার সর্দারের ছেলে জুয়েলের বালি টানা ট্রাক্টরে তিনি হেলপার হিসাবে কাজ করেন। ড্রাইভার এবং তিনি একই এলাকার বাসিন্দা। গত ১৫ আগষ্ট গভীর রাতে তার স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে পূর্ব থেকে লুকিয়ে থাকা ড্রাইভার জুয়েল তার স্ত্রীকে জোড় পূর্বক ধর্ষন করে। এসময় হটাৎ শব্দ শুনে তিনি বাইরে এসে দেখেন তার স্ত্রীর মুখ চেপে ধরে আপত্তিকর অবস্থায় রয়েছে জুয়েল। সেসময় তিনি চিতকার করলে জুয়েল দৌড়ে পালিয়ে যায়। রাগে অপমানে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে তিনি ঐ রাতেই বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন।পরবর্তিতে তাকে পরিবারের লোকজন কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করে।বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরো জানান জুয়েলের বিরুদ্ধে মাদক ব্যবসা, মাদক সেবন সহ বিভিন্ন ধরনের অপরাধ মুলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে। এ বিষয়ে কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাকিব হাসান জানান, অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে এবং তাকে আটকের জন্য জোড় চেষ্টা চলছে।

Discussion about this post