কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও অবকাঠামো উন্নয়ন প্রকৌল্প ( আই,আর,আই,ডি,পি-৩) খুলনা বিভাগ পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্প (কে, ডি, আর, আই,ডি, পি) বৃহত্তর কুষ্টিয়া জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (জি,কে,আর,আই,ডি,পি) প্রকল্পের ইতিমধ্যে কাজের মেয়াদ উত্তীর্ণ হয়েছে এর ফলে ১১কোটি ৯লাখ ৯০হাজার টাকাই ১১টি প্যাকেজ প্রকল্পের উন্নয়ন কাজ হচ্ছে না ।
উল্লেখ্য পল্লি সড়ক ও কালভার্ট ম্যরামত প্রকল্পের মধ্যে যথাক্রমে প্যাকেজ নং জিওবিএম/ডাব্লি ১৪ , কাজের নাম লাহীনি বটতলা আর, এইচ, ডি সড়ক – কাঁচেরকোল জিসি ভাইয়া বাঁশগ্রাম জিসি এবং পান্টি জিসি ( কুমারখালী অংশ) সড়কে চেঃ ৬৮০০ মিটার চেইনিজ একটি ৩দশমিক মিঃ এক্স ৩দশমিক মিঃ সিসি বক্স কালভার্ট পুনঃ বাসন চুক্তি মূল্য ১৮ লাখ ১২ হাজার ১শ ৯৫ টাকা ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স সুপিয়া এন্টারপ্রাইজ কার্যাদেশ ১০শে অক্টোবর ২০২০ ও কাজ শেষ করার কথা ৭ই জানুয়ারি ২০২১ । প্যাকেজ নং – জিওবিএম/ডাব্লি ২১ , চাঁদপুর ইউনিয়ন অফিস হতে কুশলী বাসা হাট ভাইয়া মহোনগর সড়ক (চেঃ শূন্য হতে ১শ ২৫ মিটার এবং ৮শ ৫০ মিঃ হতে ১৭শ ৫ মিঃ) পুনঃবাসন করন চুক্তি মূল্য ৪০ লাখ ৩১ হাজার ৬শ ৫টাকা এই কাজের ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স মুনজিল ট্রেডার্স, কার্যাদেশ ২১ শে নভেম্বর ২০২১ ও কাজ শেষ করার কথা ১৯শে জানুয়ারি ২০২২। খুলনা বিভাগ পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকৌল্প যথাক্রমে প্যাকেজ নং – কে,ডি,আর,আই,ডি,পি/ ডব্লিউ ১২৪ কাজের নাম কুমারখালী উপজেলাধীন চাঁদপুর মুল্লাপাড়া মোড় গবরা আকবর শেখের বাড়ি চাঁদপুর জিকে ক্যানেল সড়ক (চেঃ শূন্য শূন্য/১৪০০ মিঃ) বিসি দ্বারা মূল্য চুক্তি ১কোটি ৩লাখ ৫৩ হাজার ৭শ ৩৯ টাকা। ঠিকাদার প্রতিষ্ঠান অহনা ট্রেডার্স কার্যাদেশ দেওয়া হয় ১২ ই মে ২০২১ এবং কাজ শেষ করার কথা ১৮ই নভেম্বর ২০২১।
প্যাকেজ নং কে,ডি,আর,আই,ডি,পি,এম- ৩৬ , কাজের নাম পুর্বাসা যুবসংঘ – বেলতলা ভাইয়া বিড়িকয়া সড়ক(চেঃ শূন্য/১১৪৪ মিঃ ) চুক্তি মূল্য ৫৬লাখ ৩৬হাজার ৫শ ৪টাকা , ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স মিঠু এন্টারপ্রাইজ গাংনী মেহেরপুর কার্যাদেশ ৬ই সেপ্টেম্বর ২০২১ কাজ শেষ করার কথা রয়েছে ১০ই মার্চ ২০২২ ।
প্যাকেজ নং – কে,ডি,আর,আই,ডি,পি, ডব্লিউ- ১২৯, কাজের নাম (ক) নাতুরিয়া বাবলু খার বাড়ি বিসি সড়ক- নাতুড়িয়া খুনকার পাড়া ইউ এন আর সড়ক চেঃ (শূন্য হতে ৪৩০ মিঃ) (খ) কাঞ্চনপুর জিকে ক্যানেল সড়ক চেঃ (শূন্য হতে ৩৬০ মিঃ) বিসি দ্বারা উন্নয়ন চুক্তি মূল্য ৫৯লাখ ২হাজার ৮শ ৮ টাকা ঠিকাদার প্রতিষ্ঠান দেলোয়ার হোসেন এন্টারপ্রাইজ, চৌরহাস কুষ্টিয়া কার্যাদেশ ১লা আগষ্ট ২০২১ শেষ ৩রা ফেব্রুয়ারি ২০২২। প্যাকেজ নং- কে,ডি,আর,আই,ডি,পি,ডাব্লিউ-৮০ কাজের নাম কুমারখালী উপজেলাধীন চাঁদপুর ইউপি অফিস-কুশলীবাশা হাট ভায়া মোহননগর সড়ক উন্নয়ন (চেঃ ২৬০০-৩৯৪০ মিঃ) এর চুক্তি মূল্য ৭৭লাখ ২৯হাজার ৪শ ১০ টাকা ঠিকাদার প্রতিষ্ঠান প্যাম্পাস এগ্রো এন্ড লজিষ্টিকস লিঃ কুষ্টিয়া কর্যাদেশ প্রদানের তারিখ ২৯ই মে ২০১৮ শেষ ২৭শে ফেব্রুয়ারি ২০১৯। প্যাকেজ নং- আই,আর,আই,ডি,পি-৩/ডি,ডব্লিউ-৩৬ কাজের নাম এনায়েতপুর ব্রীজ-যদুবয়রা বাজার সড়ক (চেঃ ০০-৭১৫ মিঃ) উন্নয়ন এর চুক্তি মূল্য ৫৩ লাখ ২হাজার ২শ ৭৭ টাকা ঠিকাদার প্রতিষ্ঠান জে এস কনস্ট্রাকশন দৌলতপুর, কুষ্টিয়া কর্যাদেশ প্রদানের তারিখ ২৫শে মে ২০২১ শেষ ২৭শে ডিসেম্বর ২০২১। প্যাকেজ নং- আই,আর,আই,ডি,পি-৩/ডি,ডব্লিউ-৭০ কাজের নাম সদকী বাজার-শাহাদত মোড় সড়ক (চেঃ ০০-৭৬০ মিঃ) উন্নয়ন এর চুক্তি মূল্য ৭২লাখ ২১হাজার ২শ ৪৯ টাকা ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স জাহাঙ্গীর ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন মোহিনী মিলস, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া কার্যাদেশ প্রদানের তারিখ ১৬ ই আগষ্ট ২০২২ শেষ ১৭ই ফেব্রুয়ারি ২০২৩। প্যাকেজ নং- আই,আর,আই,ডি,পি-৩/ডি,ডব্লিউ-৭৪ কাজের নাম খলিশাদহ বিসি (নান্টু ডাক্তার ফার্মেসী)-বাড়াদী ভায়া ছোট লক্ষীকোল প্রাইমারী স্কুল সড়ক (চেঃ ০০-৮০৭ মিঃ) উন্নয়ন এর চুক্তি মূল্য ৫৮লাখ ৪৭হাজার ৪শ ৯৮টাকা ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স জাহাঙ্গীর ইঞ্জিনিয়ারিং এন্ড কনষ্ট্রাকশন মোহিনী মিলস, কুষ্টিয়া সদর কুষ্টিয়া কার্যাদেশ প্রদানের তারিখ ১৬ আগষ্ট ২০২২ শেষ ১৭ই ফেব্রুয়ারি ২০২৩। প্যাকেজ নং- জি,কে,আর,আই,ডি,পি/কে,ডব্লিউ-১০৬ কাজের নাম কুমারখালী উপজেলাধীন (ক)নিয়ামতবাড়ীয়া-শাহপাড়া মসজিদ-নিয়ামতুল্লাহ মাজার সড়ক (চেঃ০০-৭২৬মিঃ) (খ) পাথরবাড়ীয়া মসজিদ- আরএইচডি সড়ক (চেঃ ০০-৪৬০মিঃ) বিসি দ্বারা উন্নয়ন এর চুক্তি মূল্য ৯৭ লাখ ২৩হাজার ৬শ ১৭ টাকা ঠিকাদার প্রতিষ্ঠান আরফিন ইনফ্রাস্ট্রাকচার ডেভিলোপমেন্ট এবং ইঞ্জিনিয়ারিং দৌলতপুর, কুষ্টিয়া কার্যাদেশ প্রদানের তারিখ ৩০শে মে ২০২২ শেষ ১লা ডিসেম্বর ২০২২।
প্যাকেজ নং-জি,কে,আর,আই,ডি,পি/কে,ডব্লিউ-৯৭ কাজের নাম কুমারখালী উপজেলাধীন (১) নাবদিয়া পাকা সড়ক গোরস্থান সড়ক (চেঃ ০০-৫০০মিঃ) (২) নাবদিয়া পাকা সড়ক গোরস্থান সড়কে ৮৫মিঃ এবং ২১১মিঃ চেইনেজে ২৫মি.মি.x৬০০মি.মি. ২টি ইউ-টাইপ ড্রেন নির্মান এর চুক্তি মূল্য ৩৯লাখ ২২হাজার ৫শ ৪টাকা ঠিকাদার প্রতিষ্ঠান সাবিরা জারিফ বিল্ডার্স আলমডাঙ্গা কার্যাদেশ প্রদানের তারিখ ২৪শে মার্চ ২০২২ শেষ ৩০শে মার্চ২০২৩। প্যাকেজ নং-জি,কে,আর,আই,ডি,পি/কে,ডব্লিউ-১০৩ কাজের নাম কুমারখালী উপজেলাধীন খোরশেদপুর বিসি সড়ক (সোবহান ডাক্তারের বাড়ি) খোরশেদপুর বাজার বাজার সড়ক (চেঃ ০০-১১১০মিঃ) বিসি দ্বারা উন্নয়ন এর চুক্তি মূল্য ৯০লাখ ২৯ হাজার ৪শ ৩৩ টাকা । ঠিকাদার প্রতিষ্ঠান সৈকত এন্টারপ্রাইজ আলমপুর , কুষ্টিয়া। কার্যাদেশ প্রদানের তারিখ ৬ই জুন ২০২২ শেষ ৮ই ডিসেম্বর ২০২২। প্যাকেজ নং-জি,কে,আর,আই,ডি,পি/কে,ডব্লিউ-১০৫ কাজের নাম কুমারখালী উপজেলাধীন বরইচারা-নাতুরিয়া বাজার-নাতুরিয়া মোড় সড়ক (চেঃ ১০৭৫-১৩৯০মিঃ এবং ২২২৬-২৯৬০মিঃ) বিসি দ্বারা উন্নয়ন এর চুক্তি মূল্য ৭৯ লাখ ৮হাজার ৭শ ৯৫টাকা ঠিকাদার প্রতিষ্ঠান সৈকত এন্টারপ্রাইজ আলমপুর , কুষ্টিয়া। কার্যাদেশ প্রদানের তারিখ ৬ই জুন ২০২২ শেষ ৮ই ডিসেম্বর ২০২২।
প্যাকেজ নং-জি,কে,আর,আই,ডি,পি/কে,ডব্লিউ-১১৫ কাজের নাম (ক) নন্দলালপুর-কাশেমপুর ফেরী ঘাট ভায়া হাবাসপুর সড়ক বিসি দ্বারা উন্নয়ন (চঃ ৭২০-১৭২০মিঃ) (খ) গোপালপুর গফুর মোড়-ইমান জোয়াদ্দার ভায়া মহিষাখোলা সড়ক বিসি দ্বারা উন্নয়ন এর চুক্তি মূল্য ১কোটি ৪২ লাখ ৮হাজার ৮শ ৮৭ টাকা ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স মঈনুল হক বাবলু নওদাপাড়া , ভেড়ামারা কুষ্টিয়া। কার্যাদেশ প্রদানের তারিখ ১৩ই সেপ্টেম্বর ২০২২ শেষ ১৭ই মার্চ ২০২৩।
উল্লেখ্য উপরোক্ত ১১টি প্যাকেজ এর উন্নয়ন কাজ সঠিক সময়ে সমাপ্ত না করায় উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কুমারখালী কাজ বাতিলের জন্য উর্ধতন কর্তৃপক্ষের কাছে পত্র দিয়েছে বলে জানা গেছে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৩ ডিসেম্বর ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post