জাকের আলী শুভ: কুষ্টিয়ার কুমারখালীতে ২০২৩-২৪ অর্থবছরের কন্দাল ফসল উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্পের অর্থায়নে কুমারখালী উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজন ৩ দিনব্যাপী কৃষি মেলার সমাপনী ও পুরুস্কার বিতরণ হয়েছে।
রোববার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই কৃষি মেলার সমাপনী ও পুরুস্কার বিতরণ হয়।
এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ দেবাশীষ কুমার দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ সুফি মোঃ রফিকুজ্জামান, উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামার বাড়ী, কুষ্টিয়া। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার মোঃ রাইসুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ কাওছার আলী।
সমাপনী অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৩০ জুন২০২৪

Discussion about this post