Print Date & Time : 12 September 2025 Friday 11:53 am

কুমারখালীর প্রতিবন্ধীরা হতে চাই উদ্যোক্তা

কুষ্টিয়ার কুমারখালীতে সমাজের পিছিয়ে পরা জনগোষ্ঠী বিশেষ চাহিদা সম্পুর্ন ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

“ব্যক্তিকে দেখুন,অক্ষমতা নয়”প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়” এই স্লোগানকে সামনে রেখে আজ বুধবার (২ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলার বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহোযোগিতায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত।

বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন কেন্দ্র কুমারখালী শাখার সভাপতি মোঃ নওশের আলীর উপস্থাপনায় এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,কাঙ্গাল হরিনাথ প্রেসক্লাবের সভাপতি কে এম আর শাহীন, উপজেলা প্রতিবন্ধী সংগঠনের সাধারণ সম্পাদক সুকুমার বিশ্বাসসহ অনেকেই।

সভায় উপজেলা বিভিন্ন এলাকা থেকে আগত বিশেষ চাহিদা সম্পুর্ন ব্যক্তিরা তাদের সামাজিক ও পারিবারিক নানা প্রতিবন্ধকতার বিষয় তুলে ধরে বলেন, সরকারি মাসিক ভাতার পাশাপাশি তাদের শিক্ষা ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষে সরকারকে আরো বেশি যুগোপযোগী পরিকল্পনা গ্রহণ করার অনুরোধ জানান।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২ আগস্ট ২০২৩