নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আর্দশ মহিলা ডিগ্রী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোছাঃ গুলশান আরা বেগমের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল রবিবার সকালে কলেজের হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অধ্যক্ষ তরিকুল ইসলাম লিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপিকা সৈয়দা ফাহিমা বানু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পরিচালনা পর্ষদের সদস্য মোঃ হেলাল উদ্দিন শেখ।
বক্তব্য রাখেন আর্দশ মহিলা কলেজের (অবঃ) শিক্ষক মোঃ শাজাহান আলী বিশ্বাস, সহকারী অধ্যাপক শেখ ছরোয়ার হোসেন বাবু, আফরোজা রশিদ, রাফেজা খাতুন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মানবিক প্রথমবর্ষের ছাত্রী নিলা।
অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন সহকারী অধ্যাপক জিএম মাহবুব আলম।