Print Date & Time : 14 September 2025 Sunday 7:31 am

কুমারখালী বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সমিতির কমিটি গঠন

কুষ্টিয়ার কুমারখালীতে সকল বেসরকারি কুমারখালী বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতি কমিটি গঠন করা হয়েছে। 

রবিবার (৩ ডিসেম্বর)  কুমারখালী বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতাল সভা কক্ষে কুমারখালী বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে ফ্যামেলি কেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টি সেন্টারের পরিচালক সুজয় চাকী সভাপতি ও বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের পরিচালক সুরুজ আলী বিশ্বাসকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। আগামী পাঁচ বছরের জন্য ১৭ সদস্য বিশিষ্ট কুমারখালী বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির এই কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। 

এ সভায় অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. রোকনুজ্জামান শরিফুল, পরিচালক প্রতীক আধুনিক হাসপাতাল ও ডায়াগনস্টি সেন্টার, সহ-সভাপতি নুরুল আমিন সোহাগ, পরিচালক সোহাগ ক্লিনিক ও ডায়াগনস্টি সেন্টার, যুগ্ম সাধারণ সম্পাদক উদয়-উদ-জামান প্রতীক প্রতীক আধুনিক হাসপাতাল ও ডায়াগনস্টি সেন্টার, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আলিম বদর, পরিচালক নোভা ক্লিনিক, প্রচার সম্পাদক মো. ইফতেখার আহমেদ তুষার, পরিচালক ডিসান ডায়াগনস্টি সেন্টার, অর্থ সম্পাদক সঞ্জীব কুমার চাকী, ফ্যামেলি কেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, মহিলা বিষয়ক সম্পাদক রেবেকা সুলতানা, স্নিগ্ধা ডায়াগনস্টিক সেন্টার, মহিলা বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা স্নিগ্ধা ডায়াগনস্টিক সেন্টার, দপ্তর সম্পাদক মো. হামিদুল ইসলাম বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতাল।

নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন, নজরুল ইসলাম, কুমারখালী ডায়াবেটিস সমিতি, বিশ্বনাথ ঘোষ প্রদীপ ডায়াগনস্টিক, তপু কুমার বিশ্বাস ফ্যামেলি কেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার।

উপদেষ্টা নির্বাচিত হয়েছেন, ডা. তাজামমুল হক, ডা. মো. সরোয়ার হোসেন, এটিএম আলফাজ উদ্দিন।

খালিদ  সাইফুল // দৈনিক দেশতথ্য // ৩ ডিসেম্বর ২০২৩