নিজস্ব প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় তিনতলা বাড়ির ছাদে কুমড়ো বড়ি তৈরি করার সময় পা পিছলে পড়ে গিয়ে সামেলা বেগম (৫৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে শহরের হরিশংকরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সামেলা বেগম ওই এলাকার ইউসুফ আলীর স্ত্রী। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতি বছর শীত মৌসুম এলেই কুমড়ো বড়ি তৈরি করতেন গৃহবধূ সামেলা খাতুন। বৃহস্পতিবার সকালের দিকে বড়ি তৈরি করে নিজ বাড়ির তিনতলার ছাদে রোদে শুকাতে দিচ্ছিলেন। একপর্যায়ে পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post