Print Date & Time : 20 July 2025 Sunday 2:33 am

কুয়াকাটাকে বিশেষ নিরাপত্তা বলয়ের আওতায় আনা হচ্ছে

গোফরান পলাশ, কলাপাড়া: প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশের ট্যুরিজম সেক্টরকে আরও উন্নত করতে পটুয়াখালীর কুয়াকাটাকে বিশেষ নিরাপত্তা বলয়ের আওতায় আনা হচ্ছে।উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং পর্যটকদের সুযোগ সুবিধা বাড়ানো ও টেকসই পর্যটন নগরী গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ কাজ করছে বলে জানালেন বাংলাদেশ টুরিস্ট পুলিশের ডিআইজি, অতিরিক্ত আইজিপি (ভারপ্রাপ্ত) মো. আবু কালাম সিদ্দিক।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কুয়াকাটা পর্যটন মোটেলের হলরুমে ফোকাস-গ্রুপ আলোচনা (FGD) ‘টেকসই পর্যটন গড়ার লক্ষ্যে স্থানীয় স্টেক হোল্ডার এবং সাংবাদিকদের সাথে মতবিনিময়’ সভায় তিনি এ কথা বলেন।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রাহাত গাওহারীর সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,খুলনা-বরিশাল বিভাগের ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামান, পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাঈনুল হাসান।

বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (লিগ্যাল ইন মিডিয়া) নাদিয়া ফারজানার সঞ্চালনায় কুয়াকাটাকে কেন্দ্র করে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন কুয়াকাটার পর্যটকদের সেবা দেয়া ১৬টি পেশার স্টেক হোল্ডারদের প্রতিনিধি সহ গনমাধ্যম কর্মীরা।

দৈনিক দেশতথ্য//এইচ//