Print Date & Time : 25 August 2025 Monday 5:42 am

কুয়াকাটাগামী পর্যটক বাসে অতিরিক্ত টোল আদায়, জরিমানা

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কুয়াকাটায় আগত পর্যটকবাহী বিভিন্ন যানবাহন থেকে অতিরিক্ত টোল আদায়ের কারণে শেখ রাসেল সেতু ও শেখ জামাল সেতুর ইজারাদারকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।শনিবার সকালে পর্যটকদের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেন অভিযান পরিচালনা করে তাদেরকে এ জরিমানা করেন অতিরিক্ত টোল আদায় করা উভয় সেতুর ইজারাদার মেসার্স রফিক এন্টারপ্রাইজ, যার স্বত্বাধিকারী মো. রফিকুল হাসান।

সূত্র জানায়, পর্যটকদের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসে সত্যতা পেয়ে শেখ রাসেল সেতুকে ২৫ হাজার ও জামালকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

কলাপাড়া ইউএনও মো. জাহাঙ্গীর হোসেন বলেন, এই সেতু দুইটিতে যাত্রীবাহি বাসের টোল ৯০ টাকা কিন্তু তারা পর্যটকবাহী বাসগুলোকে টার্গেট করে ১৮০ টাকার ভাড়া আদায় করছে। এমন অভিযোগ পাওয়ার পরে ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে প্রাথমিকভাবে তাঁদেরকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে এমন অভিযোগ পেলে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক দেশতথ্য//এইচ//