Print Date & Time : 27 August 2025 Wednesday 10:50 am

কুয়াকাটায় রাখাইনদের জলকেলি উৎসব

পর্যটন নগরী কুয়াকাটায় রাখাইনদের শত বছরের ঐতিহ্যবাহী সাংগ্রাই জলকেলি উৎসব অনুষ্ঠিত হয়েছে। পরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বগত জানাতে কুয়াকাটায আজ মঙ্গলবার বিকেলে ‘অং হেলথ এ্যান্ড এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের’ আয়োজনে শ্রী মঙ্গল বৌদ্ধ বিহার সংলগ্ন রাখাইন মার্কেটে এ উৎসব অনুষ্ঠিত হয়। 

সকাল ১১টায় শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারে বুদ্ধ স্নানের মধ্য দিয়ে শুরু হয় এ উৎসবের আনুষ্ঠানিকতা। করোনার দীর্ঘ দুই বছর পর গত বছর সল্প পরিসরে উৎসব শুরু হলেও এ বছর ব্যাপক পরিসরে  এ অনুষ্ঠানে অংশগ্রহন করতে পেরে রাখাইনদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। 

কুয়াকাটা রাখাইন পল্লীর মাতব্বর উচান চিন এর সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ অধ্যক্ষ মোঃ মুহিববুর রহমান মুহিব, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, পৌর মেয়র আনোয়ার হাওলাদার, কুয়াকাটা আওয়ামীলীগের সভাপতি আব্দুল বারেক মোল্লা প্রমূখ।

এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ১৮,২০২৩//