গোফরান পলাশ, কলাপাড়া: সূর্যোদয়, সূর্যাস্তের লীলাভূমি কুয়াকাটা সমুদ্র সৈকত ময়লার ভাগাড়ে পরিনত হয়েছে।
প্রায় এক সপ্তাহ ধরে সৈকতে যথতত্র পড়ে আছে ডাবের খোসা, প্লাষ্টিকের বোতল, চিপসের প্যাকেট, সিগারেটের প্যাকেট ও খাবারের পঁচা অবশিষ্ট অংশ সহ অসংখ্য ময়লা-আবর্জনার স্তুপ। আর ডাষ্টবিনগুলোর চারপাশ ময়লায় সয়লাব। অজ্ঞাত কারনে প্রায় এক সপ্তাহ ধরে সৈকত পরিচ্ছন্ন না করায় কুয়াকাটা সমুদ্র সৈকতের এক কিলোমিটার এলাকায় হাঁটতে গিয়ে বিরম্বনায় পড়ছেন পর্যটকরা।
শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সৈকতের এসব ময়লা আবর্জনার দুর্গন্ধে পর্যটকরা নাক চেপে হাঁটতে বাধ্য হচ্ছেন। পরিচ্ছন্ন সৈকত ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি পর্যটন ব্যবসায়ী সহ পর্যটকদের।
এদিকে দ্রুত সময়ের মধ্যে সৈকত পরিচ্ছন্নতার কথা জানিয়েছেন কলাপাড়া উপজেলা প্রশাসন ও কুয়াকাটা পৌর মে
দৈনিক দেশতথ্য//এইচ//