Print Date & Time : 11 September 2025 Thursday 6:47 am

কুলাউড়ায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপারের তদারকি

মৌলভীবাজারের কুলাউড়ায় অবরোধ চলাকালে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরেজমিনে পরিদর্শন করেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার)।

আজ রবিবার (৫ নভেম্বর) তিনি এ পরিদর্শন করেন।

এসময় পুলিশ সুপার’র তদারকীকালীন সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার, কুলাউড়া সার্কেল দীপংকর ঘোষ, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব ক্যশৈনু ও জেলা গোয়েন্দার শাখার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম।

এসময় পুলিশ সুপার কুলাউড়া থানা এলাকার বিভিন্ন চেকপোস্টে মোতায়েনকৃত পুলিশ অফিসার ও ফোর্সদের ডিউটি তদারকি এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।