নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ায় বিচারিক সেবার মান বৃদ্ধি ও গতিশীল করতে আদালত সহায়ক কর্মচারী কর্মকর্তাদের ৩দিনের প্রশিক্ষন কর্মশালা সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ৩টার সময় জেলা ও দায়রা জজ আদালতের মাল্টি পারপাস হলরুমে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: রুহুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাপনী ও পুরষ্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপীল বিভাগের বিচারপ্রতি আবু জাফর সিদ্দিকী এবং বিশেষ অতিথি ছিলেন ডা: নারগিস আফরোজ।
এছাড়াও ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো: কেরামত আলী, নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক সৈয়দ হাবীবুল ইসলাম এবং অতি: জেলা ও দায়রাজজ আদালতের বিচারক আলী আহসান।
গত ২৩ মে থেকে শুরু হওয়া ২৫ মে পর্যন্ত তিনদিনব্যাপী প্রশিক্ষনে অংশ নেয়া ৮৫জন আদালত সহায়ক কর্মচারী কর্মকর্তাদের পুরষ্কার বিতরনীর সময় উপস্থিত ছিলেন কোর্স পরিচালক যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক আসাফ উদ দৌলা, কোর্স সমন্বয়ক যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক রেজওয়ানুজ্জামান সহ আদালতের সকল বিচারকগণ। প্রশিক্ষন কর্মশালায় অংশ নেন আাদালতের সকল উচ্চমান সহকারী, স্টেনোগ্রাফার, নি¤œমান সহকারী, প্রসেস সার্ভার ও এমএলএসএস।
বিচারিক সহয়ক কর্মচারী কর্মকর্তাদের সমন্বিত কার্যসম্পন্নের মধ্যদিয়েই কেবল বিচার প্রার্থীদের বিচারিক সেবা নিশ্চিত করা সম্ভব এমন লক্ষ ও উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যেই এই কর্মশালা প্রশিক্ষনের আয়োজন করা হয় বলে মত ব্যক্ত করেন উপস্থিত অতিথিবৃন্দ।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৫ মে ২০২৪

Discussion about this post