কুষ্টিয়া জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান-২০২২ পালিত হয়েছে। ৬ জুলাই (বুধবার) সকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুষ্টিয়া জেলা কার্যালয় ও উপজেলা কার্যালয় এবং আনসার ভিডিপি ক্লাব সমিতি প্রাঙ্গণে ফলজ-বনজ ও ঔষধী দুই শতাধিক গাছের চারা রোপনের মধ্য দিয়ে অভিযান কর্মসূচির উদ্বোধন করেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো:সোহেলুর রহমান।
এ উপলক্ষে এর আগে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শহিদুল ইসলাম, সদর উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক বিপ্লব হোসেনসহ জেলা উপজেলার সকল সদস্য উপস্থিত ছিলেন।
র্যালি ও বৃক্ষরোপণ শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো:সোহেলুর রহমান বলেন, জলবায়ু রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে এই বৃক্ষরোপণ অভিযান শুরু করা হয়েছে। বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমী, আনসার ব্যাটালিয়ন, জেলা, উপজেলা, থানা ও ক্লাব সমিতিতে মোট ১৪,৮০০ টি গাছের চারা রোপণ করা হবে।
এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ০৬,২০২২//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post