কুষ্টিয়া প্রতিনিধি:
উপসচিব পদে সকল কোটার অবসান চাই, জনবান্ধব সিভিল সার্ভিস চাই, কৃত্য পেশাভিত্তিক মন্ত্রনালয় চাই, এমন সব শ্লোগান সম্বলিত ব্যানারে কুষ্টিয়ায় চাকুরী ক্ষেত্রে আন্ত:ক্যাডার বৈষম্য বিলোপের দাবিতে মানব বন্ধন করেছে কলেজ শিক্ষকরা।
বৃহষ্পতিবার দুপুর ১২টায় কুষ্টিয়া সরকারী কলেজের সম্মুখে সকল সরকারী কলেজের শিক্ষক শিক্ষিকাদের অংশ গ্রহনের এই মানব বন্ধনে নেতৃত্ব দেন কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোল্লা মো: রুহুল আমীন।
এসময় কুস্টিয়া সরকারী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল লতিফ বলেন, ‘আমার বিসিএস ক্যাডারে পেশাদারিত্বে বৈষম্যের অবসান চাই। যে ব্যক্তি যে কাজের জন্য দক্ষ ও উপযুক্ত তাকে সেই কাজটি করতে দেয়া হোক, ক্যাডাস সার্ভিসের প্রশাসনিক ক্ষেত্রে যাদের কোন পদ নেই তারা পদ পাচ্ছে; অথচ আমাদের পদ থেকেও আমরা তা পাচ্ছিনা। এটা একটা চরম অসম্মান জনক বৈষম্য সৃষ্টি করে রাখা হয়েছে। প্রশাসন যন্ত্রে যারা আছে তাদের অতিরিক্ত পদায়ন দিয়ে তাদের পদে বসানো হচ্ছে। এরফলে রাষ্ট্রের নীতি নির্ধাারনী পর্যায়ে অথর্ব অযোগ্য লোকজন বসে থাকায় রাষ্ট্র আজ থমকে যাচ্ছে’।
কুষ্টিয়া সরকারী মহিলা কলেজের ইংরেজী বিভাগের প্রধান অধ্যাপক কবিরুল ইসলাম বলেন, ‘বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার কারনেই দেশের শীর্ষস্থানীয় মেধাবী কৃতি সন্তানদের মধ্যে এই বিভাজন সৃষ্টি করে এক পক্ষকে দিয়ে অন্যপক্ষকে ঘায়েল করছেন, ডোমিনেট করছেন। অথচ একই মানের মেধার প্রতিযোগিতায় সর্বোচ্চ শ্রেষ্ঠত্বের পরিক্ষায় উত্তীর্ণ হয়েও আমাদের মধ্যে পাহাড় সম ব্যবধান সৃষ্টি করে রাখা হয়েছে।
রাষ্ট্রীয় প্রশাসন যন্ত্রে বিদ্যমান কোটা ভিত্তিক ব্যবধান ও বৈষম্যের বিলোপ করে অবিলম্বে যোগ্যতার ভিত্তিতে আমাদের মূল্যায়নের ব্যবস্থা করা না হলে এই আন্দোলন আরও নতুন মাত্রাযুক্ত হয়ে আগামীতে রাজপথে দাঁড়ানোর হুমকি দেন তিনি।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post