সারা দেশের ন্যায় কুষ্টিয়ায় ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসন কুষ্টিয়া, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়া, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কুষ্টিয়া ও সনাক-টিআইবি কুষ্টিয়া সকালে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির সামনে প্রথমে মানববন্ধন এবং পরে শিল্পকলা একাডেমির মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে।
প্রথমে জেলা প্রশাসক মো: তৌহিদুর রহমান জাতীয় পতাকা এবং দুর্নীতি দমন কমিশন, কুষ্টিয়ার উপপরিচালক মঈনুল ইসলাম রওশনী ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রেজানুর রহমান খান চৌধুরী মুকুল দুদকের পতাকা উত্তোলন করেন।
মানববন্ধন শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: তৌহিদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশন, কুষ্টিয়ার উপপরিচালক মঈনুল ইসলাম রওশনী।
স্বাগত বক্তব্য রাখেন, দুদকের সহকারী পরিচালক নীল কমল পাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী পরিচালক আবু তালহা ও সাদিয়া ইসলাম সন্ধি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ মোঃ আকুল উদ্দীন, কুষ্টিয়া সদর উপজেলা উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতিম শীল, কুষ্টিয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এস এম কাদেরী শাকিল, সনাকের সদস্য প্রফেসর ড. সরওয়ার মুর্শেদ রতন প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুদকের সহকারী পরিচালক মোঃ সাইদুর রহমান, কুষ্টিয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি শাহ নওয়াজ আনসারী মনজু, দুপ্রক জেলা কমিটির সদস্যবৃন্দ সরকার রফিকুল ইসলাম শাহিন, মোঃ আবু আকরাম, মোঃ ওবাইদুর রহমান, ইঞ্জিঃ মোঃ সাইফুল আলম মারুফ, নীলিমা আক্তার, পারভীন আক্তার মিলি, মোঃ শহিদুল ইসলাম সুমন প্রমুখ।
অনুষ্ঠানে কুষ্টিয়া জেলার সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, এনজিও, রোভার স্কাউটস ও বিএনসিসি এর সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।